Apple এর বার্ষিক ইভেন্ট আগামী সেপ্টেম্বরে আয়োজন করা হবে বলে গুঞ্জন রয়েছে। তবে এতদিন নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। কিন্তু এখন টিপস্টার Majin Buu দাবি করেছেন যে আগামী 10 সেপ্টেম্বর iPhone 16 এর লঞ্চ ইভেন্ট আয়োজন করতে চলেছে Apple। তিনি একটি পোস্টারও শেয়ার করেছেন, যেখানে লেখা ‘ রেডি, সেট, ক্যাপচার।’
টিপস্টারের শেয়ার করা এই পোস্টারে আরও লেখা আছে যে, অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে এই ইভেন্ট আয়োজন করতে চলেছে। 10 সেপ্টেম্বরের এই ইভেন্টে Apple iPhone 16 সিরিজ লঞ্চ হতে চলেছে। এই ইভেন্ট ভারতীয় সময় রাত 10:30 থেকে শুরু হবে।
এছাড়া পোস্টারে আরও একটি আকর্ষণীয় বিষয় লক্ষ্য করা গেছে। আসলে পোস্টারে অ্যাপলের লোগো গোল্ডেন কালারে দেখা গেছে। যার ভিত্তিতে টিপস্টার জানিয়েছেন যে, এবছর গোল্ডেন আইফোন বাজারে আসতে পারে, যার নাম রাখা হবে “Desert Titanium”।
iPhone 16 সিরিজের কথা বললে, এই সিরিজের অধীনে চারটি মডেল আসবে – iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max। এই মডেলগুলি আইওএস 18 অপারেটিং সিস্টেমে চলবে। আর এগুলিতে এআই ফিচার থাকবে। পাশাপাশি বড় ডিসপ্লে, ফাস্ট প্রসেসর সহ অ্যাডভান্স ক্যামেরা থাকবে ফোনগুলিতে।