iPhone 17: পাতলা চেহারার জন্য ব্যান হতে পারে আইফোন! বড় ফ্যাসাদে পড়ল অ্যাপল

iPhone 17: ছিমছাম পাতলা ডিজাইনের জন্য ব্যান হতে পারে আইফোন ১৭ এয়ার। লঞ্চ হওয়ার আগেই ফোনটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। আসন্ন আইফোন ১৭ সিরিজে সিম ট্রে না দেওয়ার পরিকল্পনা করছে সংস্থা।

Suvrodeep Chakraborty 27 Nov 2024 10:53 PM IST

iPhone 17: ফোন লঞ্চ না হওয়ার আগেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের স্মার্টফোনগুলোতে থাকবে না সিম ট্রে। পাতলা ডিজাইন রাখার জন্য অ্যাপলের এই সিদ্ধান্ত। তবে তা মানুষের নজর কাড়লেও আইনি ফ্যাসাদে পড়তে পারে অ্যাপল। চীনে ব্যান হতে পারে আইফোন ১৭ সিরিজ।

এই মুহূর্তে বিশ্বের মধ্যে ফোনের বাজার চীন। আর সেখানেই যদি বিশ্বের সবথেকে প্রিমিয়াম স্মার্টফোন আইফোন ১৭ সিরিজ নিষিদ্ধ হয়, তাহলে বেশ ধাক্কা খেতে পারে অ্যাপল। যদিও এটি কোনও ভূ-রাজনৈতিক কারণে নয়, বরং চীনের নিয়ম অমান্য করার কারণে এই সমস্যার মুখোমুখি হতে পারে অ্যাপল।

কেন চীনে ব্যান হতে পারে আইফোন ১৭?

চিনের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফোনে ফিজিক্যাল সিম কার্ড স্লট থাকতে হবে। কিন্তু আইফোন ১৭ সিরিজে ই-সিম প্রযুক্তি আনছে অ্যাপল। যার জন্য ফিজিক্যাল সিম কার্ডের প্রয়োজন নেই। এই কারণে সে দেশে নিষিদ্ধ হতে পারে আইফোন। চীনের নিয়ম এবং অ্যাপলের ডিজাইন পরিকল্পনার মধ্যে এই সংঘাত ফোনটিকে চীনের বাজারে প্রবেশ করা থেকে আটকাতে পারে।

ভুলে গেলে চলবে না, বিশ্বের আইফোন বাজারে এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চীনের। মোট বিক্রি হওয়া আইফোনের ১৯ শতাংশ তৈরি হয় চীনেই। তাই সে দেশের নিয়ম অমান্য করলে লোকসানের মুখে পড়তে পারে সংস্থা। তবে চীন ও আমেরিকার মধ্যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে, অ্যাপল এই নিয়ম মানতে কতটা রাজি হবে সেটাই দেখার।

উল্লেখ্য, আইফোন ১৭ স্লিম বা এয়ার মডেলে খুবই পাতলা ডিজাইন থাকতে চলেছে। ৫ থেকে ৬ মিলিমিটার পরিমাপ হতে পারে। যার ফলে ফোনে সিম কার্ড ইন্সটল করা কঠিন কাজ হবে। ফোনটিকে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছে অ্যাপল। তাই ডিজাইনের সঙ্গে কোনওরূপ আপোস করতে চায় না মার্কিন সংস্থাটি। তবে চীনের বাকি স্মার্টফোনগুলোর সঙ্গে আদৌ আইফোন ১৭ বিক্রি হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি অ্যাপল যদি নিয়ম না মানে, তাহলে চীন কী পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয় হতে পারে।

Show Full Article
Next Story