iPhone আসল নাকি নকল চেনার পাঁচ উপায়, ঠকার ভয় থাকবে না

Apple সম্প্রতি নতুন iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। আর নতুন সিরিজ আনার সাথে সাথেই সংস্থাটি তাদের কিছু পুরানো আইফোন মডেলের বিক্রি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি…

Is Your Iphone Real Of Fake How To Check Top 5 Tips Through Imei Number

Apple সম্প্রতি নতুন iPhone 16 সিরিজ লঞ্চ করেছে। আর নতুন সিরিজ আনার সাথে সাথেই সংস্থাটি তাদের কিছু পুরানো আইফোন মডেলের বিক্রি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি iPhone 15, iPhone 15 Plus, iPhone 14, এবং iPhone 14 Plus-এর মতো বেশ কয়েকটি ডিভাইসের দাম 10,000 টাকা পর্যন্ত কমিয়েও দিয়েছে Apple। যার ফলে এই মুহূর্তে অনেক ক্রেতার মধ্যেই iPhone কেনার প্রবণতা বেড়ে গেছে। যার ফায়দা তুলছে কিছু অসাধু স্মার্টফোন সেলার। তারা ভুয়ো নকল আইফোন বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছে। তাই আসুন আইফোন আসল নাকি নকল চেনার উপায় জেনে নেওয়া যাক।

আপনার iPhone আসল না নকল কীভাবে বুঝবেন

IMEI নম্বর চেক করুন

সমস্ত আসল আইফোন মডেলে IMEI নম্বর থাকে। আর এটি জানার জন্য আপনি সেটিংসে গিয়ে, “General” অপশনটি নির্বাচন করে, “About”-এ ট্যাপ করুন। তারপর স্ক্রোল করে নিচে আসলেই IMEI নম্বরটি খুঁজে পাবেন। তবে, এখানে এসে আপনি যদি কোনো IMEI বা সিরিয়াল নম্বর দেখতে না পান, তাহলে বুঝতে হবে আপনার ডিভাইসটি নকল।

অপারেটিং সিস্টেম পরীক্ষা করুন

আইফোনগুলি iOS-এ চলে, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে আলাদা। তাই অপারেটিং সিস্টেম চেক করতে, প্রথমে সেটিংস মেনুতে যান এবং তারপরে সফ্টওয়্যার ট্যাবে যান। সকল আইওএস-চালিত আইফোনে সাফারি, iMovie-এর মতো নেটিভ অ্যাপ থাকে। আর এগুলি যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার আইফোন আসল নয়।

আপনার ডিভাইসের ডিজাইন নিখুঁতভাবে পর্যালোচনা করুন

আসল মডেলের তুলনায় নকল iPhone মডেলে প্রায়শই চিপার বিল্ড এবং সামান্য ভিন্ন ডিজাইন দেখা যায়। তাই নচ, ফ্রেম এবং ক্যামেরা মডিউলের মতো অংশগুলি খুঁটিয়ে দেখে নেওয়া জরুরী।

সেটিংস পরীক্ষা করুন

আপনার iPhone-এর সত্যতা যাচাই করার জন্য সফ্টওয়্যার ডিটেইলস, IMEI নম্বর, স্টোরেজ ক্ষমতা এবং অন্যান্য সেটিংসগুলি পরীক্ষা করুন। আরও বিস্তারিত জানতে হলে নিকটস্থ Apple স্টোরে যান।

Apple এর অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিন

আপনি আপনার iPhone এর IMEI নম্বর অ্যাপল ওয়েবসাইটের কভারেজ সেকশনে গিয়ে এন্টার করলে ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন