- Home
- »
- প্রযুক্তি »
- Jio-র এই ৯৮ দিনের প্ল্যান রিচার্জ করলেই...
Jio-র এই ৯৮ দিনের প্ল্যান রিচার্জ করলেই লস, দেখে নিন ৮৯৯ টাকার ও ৯৯৯ টাকার প্ল্যানের পার্থক্য
গত জুলাইয়ে Airtel, Vi এর সাথে Jio তাদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম গড়ে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। যে কারণে বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে…
গত জুলাইয়ে Airtel, Vi এর সাথে Jio তাদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম গড়ে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। যে কারণে বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে। যারপর জিও বেশ কিছু নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। জিও বর্তমানে ৯৯৯ টাকার ও ৮৯৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান অফার, যেখানে প্রায় ৯০ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। আসুন এই দুই প্ল্যানের মধ্যে কোনটি রিচার্জ করা উচিত জেনে নেওয়া যাক।
জিও ৯৯৯ রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও-র ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান ৯৮ দিনের ভ্যালিডিটি অফার করে। এখানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস সহ প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি, গ্রাহকরা আনলিমিটেডে 5G ডেটা পান।
জিও ৮৯৯ রিচার্জ প্ল্যান
৮৯৯ টাকার জিও প্রিপেড রিচার্জ প্ল্যানটি ৯০ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেডে কলিং এবং রোজ ১০০টি ফ্রি এসএমএস দেওয়া হয়। সাথে আনলিমিটেড 5G ডেটা ছাড়াও গ্রাহকরা বিনামূল্যে ২০ জিবি অতিরিক্ত ডেটা পান।
জিও ৯৯৯ ও জিও ৮৯৯ টাকার প্ল্যানের মধ্যে পার্থক্য
জিও-র ৯৯৯ টাকার এবং ৮৯৯ টাকার প্ল্যানে প্রায় একই ধরনের সুবিধা পাওয়া যায়। তবে ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি ৯০ দিনের ভ্যালিডিটি অফার করে এবং মোট ২০০ জিবি ডেটা উপভোগ করতে দেয়। যেখানে ৯৯৯ টাকার জিও রিচার্জ প্ল্যানে ৯৮ দিনে মোট ১৯৬ জিবি ডেটা পাওয়া যায়।
৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকদের রোজ ১০.১৯ টাকা খরচ করতে হয়। যেখানে ৮৯৯ টাকায় খরচ হয় দৈনিক ৯.৯৮ টাকা। তাই ৮৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করা লাভজনক।
গত জুলাইয়ে Airtel, Vi এর সাথে Jio তাদের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম গড়ে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। যে কারণে বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে…