Acer Chromebook Plus 14 ও 15 ভারতে লঞ্চ হল, 12 ঘন্টা ব্যাটারি লাইফের সাথে পাবেন AI ফিচার

Acer Chromebook Plus 14 ও 15 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৫,৯৯০ টাকা থেকে। এই দুটি ল্যাপটপ এসার এক্সক্লুসিভ স্টোর, এসার অনলাইন স্টোর, অ্যামাজন, ক্রোমা, ফ্লিপকার্ট, বিজয় সেলস এবং অন্যান্য মাল্টি-ব্র্যান্ড আউটলেট থেকে পাওয়া যাবে।

Acer Chromebook Plus 14 15 Launched In India With Google Gemini Ai Features Price Specifications Details

এসার ভারতে Acer Chromebook Plus 14 এবং 15 ল্যাপটপ লঞ্চ করল। এই ক্রোমবুক প্লাস ল্যাপটপ দুটিতে গুগল জেমিনি এআই ফিচার রয়েছে। Chromebook Plus 14 এর ডিসপ্লে সম্পর্কে বললে, এতে ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আছে, যেখানে Chromebook Plus 15 মডেলে পাওয়া যাবে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। আর এগুলিতে থাকা নতুন এআই ফিচার আপনার কাজকে অনেকটা সহজ করে দেবে। এআই ফিচারের মধ্যে গুগল ফটোজ ম্যাজিক ইরেজার, ফাইল সিঙ্ক, ওয়ালপেপার জেনারেশন, এআই তৈরি ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং অ্যাডোবি ফটোশপ পাবেন।

Acer Chromebook Plus 14 ও 15 এর দাম

এসার ক্রোমবুক প্লাস ১৪ ও ১৫ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৫,৯৯০ টাকা থেকে। এই দুটি ল্যাপটপ এসার এক্সক্লুসিভ স্টোর, এসার অনলাইন স্টোর, অ্যামাজন, ক্রোমা, ফ্লিপকার্ট, বিজয় সেলস এবং অন্যান্য মাল্টি-ব্র্যান্ড আউটলেট থেকে পাওয়া যাবে।

এসার ক্রোমবুক প্লাস ১৪ এবং ১৫ এর ফিচার

এসার ক্রোমবুক প্লাস ১৪ ও ১৫ ল্যাপটপগুলি ইন্টেল এবং এএমডি প্রসেসরের সাথে পাওয়া যাবে। ক্রোমবুক প্লাস ১৪-এর দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- একটি ইন্টেল কোর আই৩-এন৩০৫ প্রসেসর এবং অন্যটি এএমডি রাইজেন ৭০০০ সিরিজের প্রসেসর। যেখানে ক্রোমবুক প্লাস ১৫ ইন্টেল ১৩ তম জেনারেশনের কোর আই ৭-১৩৫৫ ইউ প্রসেসর পর্যন্ত অফার করে। সমস্ত মডেল ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত পিসিআই এনভিএমই এসএসডি সহ পাওয়া যাবে।

আবার Acer Chromebook Plus 14 ও 15 মডেলে ডুয়েল ডিটিএস স্পিকার উপস্থিত। এগুলিতে দুটি ইনবিল্ট মাইক্রোফোন এবং একটি ফুল এইচডি ওয়েবক্যাম দেওয়া হয়েছে। এছাড়া এই দুটি এসার ক্রোমবুক প্লাস মডেলে লেটেস্ট ওয়্যারলেস ওয়াই-ফাই ৬ই সমর্থন করবে। আর এগুলি ব্লুটুথ ৫.৩ সাপোর্ট সহ এসেছে। এই ক্রোমবুকগুলির সমস্ত মডেলে ৫৩ ওয়াট আওয়ার ৩-সেল লি-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে যা দ্রুত চার্জিং সমর্থন করে। Acer Chromebook Plus 14 একবার চার্জে ১১ ঘন্টা অবধি চলবে, যেখানে Acer Chromebook Plus 15 মডেল ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।