Acer Nitro V16: দুর্দান্ত গেমিং ল্যাপটপ লঞ্চ করল এসার, 32GB র‍্যামের সঙ্গে 2TB পর্যন্ত স্টোরেজ রয়েছে

এসার আজ তাদের জনপ্রিয় নাইট্রো সিরিজের অধীনে একটি নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম Acer Nitro V16 (ANV16-41)। এটি...
Ananya Sarkar 9 Dec 2023 12:01 AM IST

এসার আজ তাদের জনপ্রিয় নাইট্রো সিরিজের অধীনে একটি নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম Acer Nitro V16 (ANV16-41)। এটি গেমারদের লক্ষ্য করে উৎকৃষ্ট মানের হার্ডওয়্যার সহ বাজারে এসেছে। এই ল্যাপটপটিতে রয়েছে ১৬ ইঞ্চির বড় ডিসপ্লে, নতুন AMD Ryzen 8040 সিরিজের প্রসেসর এবং ৩২ জিবি পর্যন্ত ডিডিআর৫ র‍্যাম। আসুন তাহলে Acer Nitro V16 গেমিং ল্যাপটপটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Acer Nitro V16-এর স্পেসিফিকেশন

নাম অনুযায়ী, এসার নিট্রো ভি১৬-এ ১৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও এবং ৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম অফার করে। পারফরম্যান্সের জন্য, গেমিং ল্যাপটপটি নতুন এএমডি রাইজেন ৮০৪০ সিরিজের প্রসেসরের (রাইজেন ৭ ৮৮৪৫এইচএস সিপিইউ পর্যন্ত) সঙ্গে এসেছে। যা গ্রাফিক্সের জন্য এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ-এর সাথে যুক্ত এবং ভিডিও গেমের জন্য ডিএলএসএস ৩.৫ প্রযুক্তি অফার করে।

এছাড়া, এসার নিট্রো ভি১৬-এ রয়েছে ৩২ জিবি পর্যন্ত ডিডিআর৫ ৫৬০০ মেগাহার্টজ র‍্যাম এবং ২ টিবি পর্যন্ত পিসিআইই জেন ৪ এসএসডি স্টোরেজ। তাপ নিয়ন্ত্রণ রাখার জন্য, ল্যাপটপে ডুয়েল ফ্যান সিস্টেম সাপোর্ট রয়েছে। ল্যাটপটটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে এবং এক মাসের জন্য বিনামূল্যে এক্সবক্স (Xbox) গেম পাসের সাথে এসেছে।

Acer Nitro V16-এর মূল্য এবং লভ্যতা

উত্তর আমেরিকায় লঞ্চ হওয়া Acer Nitro V16 ল্যাপটপটি ৯৯৯.৯৯ ডলার (প্রায় ৮৩,৪৪৫ টাকা) প্রারম্ভিক মূল্যে আগামী বছরের মার্চ মাসে কেনার জন্য উপলব্ধ হবে। এছাড়া, ল্যাপটপটি ১,১৯৯ ইউরো (প্রায় ১,০৭,৭৩০ টাকা)-এর প্রারম্ভিক মূল্য সহ আগামী বছরের এপ্রিল মাসে ইউরোপ, আফ্রিকা এবং মধ্য প্রাচ্যেও লঞ্চ হতে চলেছে। ল্যাপটপটি ভারতে কবে পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

Show Full Article
Next Story