Acer Swift Edge 16 আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল। ল্যাপটপটি যথেষ্ট পাতলা এবং হালকা বডি সহ এসেছে। আর এতে দেওয়া হয়েছে এএমডি রাইজেন ৭০৪০ সিরিজের প্রসেসর। এসার বলছে, আরও ভালো পারফরম্যান্স এবং অন্যান্য এআই ফিচারের জন্য এতে এএমডি রাইজেন এআই উপস্থিত। আসুন Acer Swift Edge 16 ল্যাপটপের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Acer Swift Edge 16 এর দাম ও উপলব্ধতা
এসার সুইফট এজ আগামী ১৬ জুলাই থেকে পাওয়া যাবে বলে সংস্থাটি জানিয়েছে। উত্তর আমেরিকায় এই ল্যাপটপের দাম পড়বে ১,২৯৯.৯৯ ডলার (প্রায় ১,০৭,৩০০ টাকা) এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এর মূল্য ধার্য করা হয়েছে ১,১৯৯ ইউরো (প্রায় ৯৯,০০০ টাকা)। এসার সুইফট এজ ১৬ ব্ল্যাক কালার বডি সহ এসেছে।
Acer Swift Edge 16 এর স্পেসিফিকেশন ও ফিচার
এসার সুইফট এজ ১৬ ল্যাপটপে আছে ১৬ ইঞ্চি ৩.২কে (৩২০০×২০০০ পিক্সেল) ওএলইডি প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ০.২ এমএস রেসপন্স টাইম এবং ৫০০ নিটস ব্রাইটনেস অফার করবে। এতে রয়েছে এএমডি রাইজেন ৭০৪০ সিরিজের প্রসেসর এবং ল্যাপটপটি ৩২ জিবি পর্যন্ত র্যাম এবং ২ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে।
Acer Swift Edge 16 নম্বর প্যাড যুক্ত ফুল সাইজ কীবোর্ড সহ এসেছে। এতে উন্নত ফ্যান এবং এয়ার ইনলেট কীবোর্ড ডিজাইন সহ টুইন এয়ার কুলিং প্রযুক্তি বর্তমান। এছাড়া এই ল্যাপটপে উইন্ডো স্টুডিও ইফেক্ট সাপোর্ট করে। আর এতে এআই নয়েজ রিডাকশন ফিচারের সাথে রয়েছে টেম্পোরাল নয়েজ রিডাকশন (টিএনআর) এবং এসার পিউরিফায়েড ভয়েস। আবার ভিডিও কলিংয়ের জন্য Acer Swift Edge 16 ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪৪০পি কিউএইচডি ওয়েবক্যাম।
এদিকে নয়া এই ল্যাপটপে পাওয়া যাবে মাল্টি-লিংক ক্ষমতাসহ ৫.৮ জিবিপিএস পর্যন্ত ওয়াই-ফাই ৭ কানেক্টিভিটি সাপোর্ট। এছাড়াও এতে রয়েছে দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট, ডুয়েল ইউএসবি ৪ টাইপ-সি পিডি ৬৫ডব্লিউ পোর্ট, ফাস্ট চার্জিং সাপোর্ট, একটি এইচডিএমআই ২.১ এবং একটি মাইক্রোএসডি কার্ড রিডার। Acer Swift Edge 16 এর ওজন ১.২৩ কেজি।