আগামীকাল শেষ Amazon Mega Electronics Days, দামি দামি ল্যাপটপে বাম্পার ছাড়, দেখে নিন সেরা ডিল

চলছে Amazon Mega Electronics Days সেল। আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল, ২০২৩ পর্যন্ত চলা এই সেলে ল্যাপটপ, ট্যাবলেট,...
techgup 12 April 2023 12:44 PM IST

চলছে Amazon Mega Electronics Days সেল। আগামীকাল অর্থাৎ ১৩ এপ্রিল, ২০২৩ পর্যন্ত চলা এই সেলে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, হেডফোন, পিসি অ্যাক্সেসরিজ, ক্যামেরার মতো ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলিতে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। Samsung, Apple, boAt, Fire Boltt, Asus, Sony, HP, Lenovo সহ অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট এই সেলে সস্তায় পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টের পাশাপাশি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিটকার্ডের মাধ্যমে পেমেন্ট ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা। আসুন Amazon Mega Electronics Days সেলের কয়েকটি সেরা ডিলগুলি দেখে নেওয়া যাক।

ASUS TUF Gaming A15

এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং এএমডি, রাইজেন ৫, ৪৬০০এইচ প্রসেসর। এটি ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি সহ পাওয়া যাবে। আসুস টিইউএফ গেমিং এ১৫-এ দেখা যাবে ১৫.৬ ইঞ্চি এলইডি ডিসপ্লে। গ্রাফিক কার্ড দিয়ে কনফিগার করা আসুস টিইউএফ এ১৫ গেমিং ল্যাপটপটি ৪৯,৯৯০ টাকায় সেলে বিক্রি হচ্ছে।

HP Victus Gaming Ryzen 5

এইচপির এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১৬.১ ইঞ্চি ডিসপ্লে। এএমডি রাইজেন ৫ ৫৬০০এইচ প্রসেসরের এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। ল্যাপটপটি এএমডি রেডিয়ন গ্রাফিক্স এবং উচ্চ রেজোলিউশন ডিসপ্লে সহ কুলিং টেকনোলজি সরবরাহ করবে। এইচপি ভিকটাস গেমিং রাইজেন ৫ এর দাম ৫২,৯৯০ টাকা।

Lenovo IdeaPad Slim 3

লেনোভোর এই ল্যাপটপে দেওয়া হয়েছে ইন্টেল কোর ১১তম জেনারেশন আইথ্রি প্রসেসর। এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি এসএসডি স্টোরেজ। ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে সহ এসেছে। অ্যামাজন মেগা ইলেকট্রনিক্স ডেজ সেলে এটি ৩৩,৬৩৯ টাকায় কেনা যাবে।

Lenovo ThinkBook 15

লেনোভো থিঙ্কবুক ১৫ ল্যাপটপে পাওয়া যাবে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। এটি একটি প্রোফেশনাল ল্যাপটপ। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স। এটি ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ সহ এসেছে। এই ল্যাপটপটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলে। এই ল্যাপটপের দাম ৮৫,৯৯০ টাকা।

Show Full Article
Next Story