সস্তায় ল্যাপটপ কেনার সেরা সুযোগ, দুদিন পরেই Amazon Prime Day সেল, ৩০ হাজারে পাবেন এই ৩টি মডেল
আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা – তারপর পূর্ব নির্ধারিত সময় মেনেই আগামী ২০শে জুলাই থেকে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম...আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা – তারপর পূর্ব নির্ধারিত সময় মেনেই আগামী ২০শে জুলাই থেকে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ায় বহু প্রতীক্ষিত অ্যামাজন প্রাইম ডে ২০২৪ সেল শুরু হবে। এদিকে প্রতিবারের মতো এই বিক্রয়পর্বে কাস্টমারদের দুর্ধর্ষ সব অফার দেওয়া হবে, যার ফলে সেল চলাকালীন সময়ের মধ্যে আসল দামের চেয়ে অনেক সস্তায় বিভিন্ন আইটেম কেনা যাবে। সেক্ষেত্রে আপনি যদি এখন কম খরচে একটি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনায় থাকেন, তাহলে এই অ্যামাজন প্রাইম ডে সেল কোনো সুবর্ণ সুযোগের চেয়ে কম কিছু নয়! আপনার সুবিধার জন্য এই প্রতিবেদনে ৩০,০০০ টাকার মধ্যে সেরা কিছু ল্যাপটপের খোঁজ রইল…
অ্যামাজন প্রাইম ডে সেলে সস্তায় পাবেন এই তিনটি ল্যাপটপ
১. এসার অ্যাসপায়ার লাইট: এসারের এই লেটেস্ট ল্যাপটপটি ২৯,৯৯০ টাকার বদলে অ্যামাজন প্রাইম ডে সেলে ২৫,৯৯০ টাকায় কেনা যাবে। এছাড়াও এতে থাকবে ১৪,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানোর সুবিধা।
এটি ১৮০ ডিগ্রি হিঞ্জ এবং কম্প্যাক্ট ডিজাইনের সাথে আসে। অন্যদিকে ল্যাপটপটিতে এইচডি ওয়েবক্যাম, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই ৩ চিপসেট দেখা যাবে।
২. ডেল ১৫ ল্যাপটপ: বাজারের বিশ্বস্ত এই ব্র্যান্ডের ল্যাপটপটি প্রাইম ডে সেল চলাকালীন অ্যামাজনে ২৮,৯৯০ টাকায় পাবেন, এর দাম এমনিতে ৩৪,৪৯০ টাকা। এর সাথে ১৪,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
এই ল্যাপটপে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৫০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ১৫.৬-ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে বর্তমান। সাথে রয়েছে উইন্ডোজ ১১ ওএস ও ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৩ প্রসেসর।
৩. লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ১: লেনোভোর এই লাইটওয়েট ল্যাপটপটির দাম এমনিতে ৩৭,৯৯০ টাকা হলেও, এটি অ্যামাজন প্রাইম ডে সেলে ছাড়ে ৩৫,২৪০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে মিলবে সর্বাধিক ২৭,৫০০ টাকার এক্সচেঞ্জ অফারও।
এতে আছে এএমডি রাইজেন ৫ ৫৫০০ইউ প্রসেসর, উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজের মতো ফাংশন।