সবচেয়ে কমে HP, Dell, Lenovo, Asus এর বিজনেস ল্যাপটপ, এখান থেকে অর্ডার করুন
অনলাইন শপিং-এ অভ্যস্ত ব্যবহারকারীরা প্রায় সকলেই Amazon Great Republic Day Sale-এর কথা জেনে গেছে। কয়েকদিন আগেই এই সেল...অনলাইন শপিং-এ অভ্যস্ত ব্যবহারকারীরা প্রায় সকলেই Amazon Great Republic Day Sale-এর কথা জেনে গেছে। কয়েকদিন আগেই এই সেল শুরু হয়েছে। যেখানে HP, Dell এবং অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপের উপর অবিশ্বাস্য ডিল ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই এই সময় আপনি যদি কোনো বিজনেস ল্যাপটপ কিনতে চান, কিন্তু আপনার বাজেট কম থাকে তাহলে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। কারণ, এখন এই শপিং সাইটে ৬০,০০০-এর নিচে অসাধারণ ফিচার সহ বিভিন্ন ল্যাপটপ পাওয়া যাচ্ছে।
১) HP 15s Laptop
এখন এই ল্যাপটপটি ২৪ শতাংশ ছাড়ের পরে অ্যামাজনে ৪৯,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
১২ জেন ইনটেল কোর আই৫-১২৩৫ইউ (i5-1235U) প্রসেসর দ্বারা চালিত HP-র এই ল্যাপটপে আছে ১৫.৬ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে, ৮ জিবি র্যাম, ৫১২ জিবি এসএসডি, Intel Iris Xe গ্রাফিক্স, ডুয়াল স্পিকার, ব্যাকলিট কীবোর্ড এবং উইন্ডোজ ১১হোম।
২) Dell 15 Laptop
Dell-এর এই ল্যাপটপটি ২৮ শতাংশ ছাড়ের পরে ৪৩,৪৯০ টাকায় অ্যামাজন থেকে কেনা যাবে।
আর ডেল ১৫ ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আই৫-১ ১৩৫জি৭ (i5-1135G7) প্রসেসর, ৮ জিবি র্যাম, ১টিবি + ২৫৬ জিবি এসএসডি, ১৫.৬ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লে স্পোর্ট এবং উইন্ডোজ ১১।
৩) Lenovo IdeaPad Slim 5
এই ডিভাইসটি এখন ২২ শতাংশ ছাড় সহ ৬০,৯৯০ টাকায় অ্যামাজন সেলে উপলব্ধ।
Lenovo IdeaPad Slim 5 মডেলটি ইন্টেল কোর আই৫-১২৪৫০এইচ (i5-12450H) প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ১ টিবি এসএসডি সহ এসেছে। আবার উইন্ডোজ ১১ চালিত এই ল্যাপটপে ১৪ ইঞ্চি WUXGA+ IPS ডিসপ্লেও দেওয়া হয়েছে।
৪) Asus Vivobook 15
Asus Vivobook 15 ডিভাইসটি ৩১ শতাংশ ছাড় সহ অ্যামাজনে ৫২,৯৯০ টাকায় তালিকাভুক্ত রয়েছে।
আর আসুসের এই ডিভাইসটি ইন্টেল কোর আই৫ ১২৫০০এইচ (i5-12500H) প্রসেসর দ্বারা চালিত। এই ডিভাইসে আছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে স্পোর্ট। ল্যাপটপটিতে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও, এই ডিভাইসটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে।
৫) HP 15s (Ryzen)
এইচপির এই ডিভাইসটি অ্যামাজনে ২৬ শতাংশ ছাড় সহ ৪৩,৯৯০ টাকায় কেনা যাবে।
HP 15s-এর এই মডেলটি Ryzen 5-5500U প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। এছাড়াও এতে আছে ১৫.৫ ইঞ্চি ডিসপ্লে এবং বিল্ট-ইন অ্যালেক্সা।
৬) MSI Modern 14
অ্যামাজনে MSI-এর এই মডেলটিতে এখন দেওয়া হচ্ছে ৩৭ শতাংশ ছাড়, আর ছাড়ের পর দাম রয়েছে ৪৯,৯৯০ টাকা।
MSI Modern 14 মডেলটি উইন্ডোজ ১১ চালিত। এছাড়া, এতে ইন্টেল ১২ জেন আই৭-১ ২৫৫ইউ (i7-1255U) প্রসেসসের সাথে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি NVMe SSD দেওয়া হয়েছে।
৭) Acer Aspire Lite
বর্তমানে অ্যামাজন রিপাবলিক ডে সেলে এসারের এই ল্যাপটপটি ৩৪ শতাংশ ছাড়ের পর, ৪২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
এসারের এই ল্যাপটপে ১২ জেন ইন্টেল কোর আই৫ ১২৩৫ইউ (i5-1235U) প্রসেসরের সাথে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি SSD উপস্থিত। এছাড়াও উইন্ডোজ চালিত এই ডিভাইসে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।