বছর শেষে সবচেয়ে সস্তায় ঘরে আনুন Apple MacBook Air, পাবেন 32 হাজার টাকা ডিসকাউন্ট
M1 চিপ দ্বারা চালিত MacBook Air ল্যাপটপ মডেলটি অ্যামাজনে 56,990 টাকায় তালিকাভুক্ত আছে। এই মডেলের আসল দাম 89,900 টাকা। অর্থাৎ, এটি বর্তমানে আসল দামের চেয়ে 32,910 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।
সস্তা হল Apple MacBook। তাই আপনার যদি অ্যাপলের ল্যাপটপ কেনার ইচ্ছা থেকে থাকে এটাই ইচ্ছাপূরণের সঠিক সময় হতে পারে। বর্তমানে M1 চিপযুক্ত ম্যাকবুক ই-কমার্স প্ল্যাটফর্মে কম দামে পাওয়া যাচ্ছে। ম্যাকবুকটি আসল দামের থেকে 33,000 টাকার ছাড়ে বিক্রি হচ্ছে। আবার আপনার কাছে যদি কোনও পুরানো ল্যাপটপ এক্সচেঞ্জ করার মতো থাকে, তাহলে এর দাম আরও কমানো যাবে।
অ্যামাজনে 32 হাজার টাকা সস্তায় Apple MacBook Air
M1 চিপ দ্বারা চালিত MacBook Air ল্যাপটপ মডেলটি অ্যামাজনে 56,990 টাকায় তালিকাভুক্ত আছে। এই মডেলের আসল দাম 89,900 টাকা। অর্থাৎ, এটি বর্তমানে আসল দামের চেয়ে 32,910 টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফারের ফায়দা নিতে পারলে এর দাম আরও কমানো যেতে পারে।
শুধু তাই নয়, অ্যামাজন এই ম্যাকবুক মডেলের সাথে 16,300 টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। পুরো এক্সচেঞ্জ অফারের পুরো সুবিধা নিতে পারলে ম্যাকবুকটি মাত্র 40,690 টাকায় বাড়ি নিয়ে আসা যাবে।
Apple MacBook Air এর ফিচার
যদিও M1 চিপটি কিছুটা পুরানো তবে এটি যথেষ্ট শক্তিশালী পারফরম্যান্স অফার করে। এতে রয়েছে 13.3 ইঞ্চির রেটিনা ডিসপ্লে। সাথে পাওয়া যাবে 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ। ঘরে থেকে কাজ, পড়াশোনা বা এডিটিং, সব কাজ অনায়াসে সামলাতে পারে এই ল্যাপটপ। এই ল্যাপটপে 8-কোর সিপিইউ উপলব্ধ। কোম্পানির দাবি, এতে 18 ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ল্যাপটপটি ব্যাকলিট কীবোর্ডের সাথে এসেছে। এতে ফেসটাইম এইচডি ক্যামেরা এবং টাচ আইডি রয়েছে।
M1 চিপ দ্বারা চালিত MacBook Air ল্যাপটপ মডেলটি অ্যামাজনে 56,990 টাকায় তালিকাভুক্ত আছে। এই মডেলের আসল দাম 89,900 টাকা। অর্থাৎ, এটি বর্তমানে আসল দামের চেয়ে 32,910 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।