M4 চিপ সহ নতুন MacBook Air ল্যাপটপ লঞ্চ করতে চলেছে অ্যাপল, 16GB র‌্যাম সহ থাকবে 18 ঘন্টা ব্যাটারি লাইফ

আসন্ন ম্যাকবুক এয়ার M4 পূর্বসূরির মতো একই ডিজাইন সহ আসবে। রিপোর্টে বলা হয়েছে, শীঘ্রই J713 ও J714 কোডনেমের 13 ও 15 ইঞ্চি ম্যাকবুক এয়ারের উৎপাদন শুরু করবে অ্যাপল।

Puja Mondal 9 Dec 2024 11:48 AM IST

অ্যাপল M4 চিপসেট সহ নতুন MacBook Air লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। চলতি বছরে অর্থাৎ 2024 সালের মার্চ মাসে এসেছিল M3 চিপসেট সহ ম্যাকবুক এয়ার 13 এবং ম্যাকবুক এয়ার 15 মডেল। এছাড়া অ্যাপল মে মাসে M4 চিপসেট সহ iPad Pro লঞ্চ করে। আশা করা হচ্ছে 2025 সালের প্রথমার্ধে আসবে M4 ম্যাকবুক এয়ার। ইতিমধ্যেই এর স্পেসিফিকেশন ও ফিচার ফাঁস হয়েছে। জানা গেছে, অ্যাপলের নতুন ম্যাকবুকে 16GB র‌্যাম, অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকবে। এটি 18 ঘণ্টা পর্যন্ত দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করবে

MacBook Air M4 কখন লঞ্চ হবে

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ম্যাকবুক এয়ার M4 ল্যাপটপ 2025 এর প্রথম দিকে বাজারে আসবে। যেহেতু ম্যাকবুক এয়ার M3 সিরিজ চলতি বছরের মার্চে এসেছিল। সুতরাং উত্তরসূরি মডেলটি একই সময়ে আসবে বলে আমরা আশা করতে পারি। অর্থাৎ অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ল্যাপটপ হাতে পেতে আমাদের আর মাত্র কয়েক মাস অপেক্ষা করতে হবে।

পরবর্তী প্রজন্মের ম্যাকবুক এয়ারে M4 চিপ থাকবে, যা আইপ্যাড প্রো, ম্যাকবুক প্রো, ম্যাক মিনি এবং আইম্যাক মডেলে ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে। এই চিপে 10-কোর সিপিইউ, 10-কোর জিপিইউ এবং নিউরাল ইঞ্জিন আছে, যা সামগ্রিক এআই এক্সপেরিয়েন্স বাড়বে।

আসন্ন ম্যাকবুক এয়ার M4 পূর্বসূরির মতো একই ডিজাইন সহ আসবে। রিপোর্টে বলা হয়েছে, শীঘ্রই J713 ও J714 কোডনেমের 13 ও 15 ইঞ্চি ম্যাকবুক এয়ারের উৎপাদন শুরু করবে অ্যাপল। এতে 16GB পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। আর নয়া এআই ফিচারের স্বাদ দিতে এই ল্যাপটপে থাকবে অ্যাপল ইন্টেলিজেন্স। আবার ওয়্যারলেস চার্জিংয়ের জন্য ম্যাগসেফ সাপোর্ট থাকবে এতে। ম্যাকবুক এয়ার M4 চারটি স্পিকার সহ লঞ্চ হবে। ল্যাপটপটি 18 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Show Full Article
Next Story