ভারতে এল নতুন Asus ExpertBook ল্যাপটপ সিরিজ, ঝকমকে ডিসপ্লের সাথে আছে শক্তিশালী হার্ডওয়্যার
জনপ্রিয় কম্পিউটার নির্মাতা Asus আবারও ভারতের বাজারে নতুন ল্যাপটপ লঞ্চ করল। হ্যাঁ, অতিসম্প্রতি তাইওয়ানের এই কোম্পানির...জনপ্রিয় কম্পিউটার নির্মাতা Asus আবারও ভারতের বাজারে নতুন ল্যাপটপ লঞ্চ করল। হ্যাঁ, অতিসম্প্রতি তাইওয়ানের এই কোম্পানির Asus ExpertBook B1 নামক লেটেস্ট বিজনেস ল্যাপটপ সিরিজ আত্মপ্রকাশ করেছে যা পোর্টেবল, সুরক্ষিত এবং উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন। এক্ষেত্রে নয়া সিরিজটিতে Asus ExpertBook B1402 এবং ExpertBook B1502 দুটি মডেল লঞ্চ হয়েছে, আর এই ল্যাপটপ জোড়াতে দেওয়া হয়েছে 12th Gen Intel Core প্রসেসর এবং আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি। তাই আপনি যদি এই মুহূর্তে একেবারে আনকোরা কোনো ল্যাপটপ কেনার কথা ভাবেন, তাহলে এই নতুন Asus ল্যাপটপগুলি বেছে নিতেই পারেন। আসুন, এখন Asus ExpertBook B1 সিরিজের স্পেসিফিকেশন, দাম এবং লভ্যতা সম্পর্কিত তথ্য বিশদে দেখে নিই।
Asus ExpertBook B1402 এবং ExpertBook B1502 ল্যাপটপের স্পেসিফিকেশন
আসুস এক্সপার্টবুক বি১৪০২ ল্যাপটপটি তিনটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, এদের ডিসপ্লের আকার একই – তিনটি মডেলেই ১৪ ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলিট স্ক্রিন বিদ্যমান। তবে এগুলিতে ব্রাইটনেস এবং অ্যাসপেক্ট রেশিওর পার্থক্য রয়েছে। অন্যদিকে আসুস এক্সপার্টবুক বি১৫০২ ল্যাপটপে ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি+ অ্যান্টি-গ্লেয়ার এলইডি ব্যাকলিট ডিসপ্লে মিলবে, কিন্তু এটিরও পিক ব্রাইটনেস ভেদে তিনটি ডিসপ্লে অপশন উপলব্ধ। এক্ষেত্রে পারফরম্যান্সের জন্য দুটি নতুন আসুস এক্সপার্টবুকে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ১২তম প্রজন্মের আই৭-১২৫৫ইউ ইন্টেল কোর প্রসেসর। আবার এগুলিতে গ্রাফিক্সের জন্য আছে ইন্টেল আইরিশ এক্সই সাপোর্ট। শুধু তাই নয়, এই দুটি ল্যাপটপই ১৬ জিবি পর্যন্ত ডিডিআর৪ ৩২০০ র্যাম এবং ২ টিবি পর্যন্ত এম.২ এনভিমিই পিসিআইই ৪.০ এসএসডি (SSD) স্টোরেজ অফার করবে। আর পাওয়ার ব্যাকআপের কথা বললে, উভয় ল্যাপটপেই ৪২ ওয়াট আওয়ার থ্রি-সেল লি-আয়ন পলিমার ব্যাটারি দেখা যাবে।
উল্লেখ্য, কানেক্টিভিটির জন্য আসুস এক্সপার্টবুক বি১৪০২ এবং বি১৫০২ মডেলে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.১, একটি ইউএসবি ২.০ টাইপ-এ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট এবং একটি পাওয়ার ডেলিভারি পোর্ট মিলবে। সাথে থাকবে একটি এইচডিএমআই ১.৪ পোর্ট, একটি ৩.৫ মিমি কম্বো অডিও জ্যাক, আরজে৪৫ (RJ45) গিগাবিট ইথারনেটের মত বিকল্পও।
Asus ExpertBook B1402 এবং ExpertBook B1502 ল্যাপটপের মূল্য এবং প্রাপ্যতা
এই মুহূর্তে নয়া আসুস এক্সপার্টবুক বি১ ল্যাপটপ সিরিজের দাম প্রকাশিত হয়নি। তবে এগুলি খুব শীঘ্রই আসুস স্টোর এবং অন্যান্য অথোরাইজ রিটেল শপের মাধ্যমে কেনা যাবে বলে জানা গিয়েছে।