20000 টাকার কমে উপলব্ধ সেরা Laptop, আছে 8GB র্যাম, ফাস্ট চার্জিং সাপোর্ট ও আরও নানা ফিচার
Laptop Offer: আপনি কি এখন একটি নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? কিন্তু বাজেট কম বা পুজো শেষ হওয়ায় অফার পাওয়া যাবেনা বলে কী...Laptop Offer: আপনি কি এখন একটি নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? কিন্তু বাজেট কম বা পুজো শেষ হওয়ায় অফার পাওয়া যাবেনা বলে কী করবেন ভাবছেন? চিন্তার প্রয়োজন নেই, কারণ চলতি মাসের শুরু থেকেই লাইভ রয়েছে Amazon Great Indian Festival সেল যাতে করে সস্তায় ল্যাপটপ কেনাতেও কোনো বাধা নেই! হ্যাঁ, উৎসবের মরসুম উপলক্ষে Amazon India প্রতি বছরের মতো এই বিশেষ বিক্রয়পর্ব চালাচ্ছে, যেখানে ২০ হাজার টাকার কম দামে শক্তিশালী ল্যাপটপ কেনার সুযোগ দেওয়া হচ্ছে – তাও আবার যে সে মডেল নয়, জনপ্রিয় টেক ব্র্যান্ড ASUS-এর ল্যাপটপ। এক্ষেত্রে Amazon Great Indian Festival সেলে বড় স্ক্রিনের ASUS BR1100 ল্যাপটপ ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক এবং কুপন অফারে কেনা যাচ্ছে; এমনকি এতে মিলবে পুরোনো ডিভাইস এক্সচেঞ্জ করার সুবিধাও। চলুন, এখন ASUS BR1100 ল্যাপটপে উপলব্ধ অফার এবং এর ফিচার সম্পর্কে বিশদ জেনে নিই।
Sale: সবচেয়ে কমে ASUS ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে Amazon
আসুস বিআর১১০০ ল্যাপটপের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩৩,৯৯০ টাকা, তবে চলতি অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এটি ৪১ শতাংশ ছাড়ে বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে। ফলত ল্যাপটপটি ১৯,৯৯০ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে এতে ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট পাবেন, আবার এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) এবং ওয়ানকার্ড (OneCard) ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ১০% অতিরিক্ত ছাড়ও।
শুধু তাই নয়, আপনি যদি কোনো পুরানো ডিভাইস বিনিময় করে আসুস বিআর১১০০ ল্যাপটপটি কেনেন, তাহলে ১১,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও পেতে পারেন। অর্থাৎ সমস্ত ছাড় কাজে লাগানো গেলে আপনি ১০ হাজার টাকার কমেই এটি কিনতে সক্ষম হবেন। যদিও পুরোনো ফোনের মডেল/ব্র্যান্ড ও অবস্থার ওপর নির্ভর করবে এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ।
ASUS BR1100 ল্যাপটপের স্পেসিফিকেশন
ASUS BR1100 ল্যাপটপে ১৮০ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেলসহ ১১.৬ ইঞ্চি স্ক্রিন সাইজ এইচডি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ইন্টেল সেলেরন প্রসেসর, যার সাথে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এসএসডি (SSD) স্টোরেজ বিদ্যমান। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪২ ওয়াট-আওয়ার (Wh) থ্রি-সেল ব্যাটারি অফার করবে, যাতে করে আপনি ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। এছাড়া এতে ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি, ইউএসবি-সি (USB-C) পোর্ট, ওয়েবক্যাম শিল্ডসহ নয়েজ রিডাকশন ক্যামেরার মতো ফিচারও রয়েছে।