স্মার্ট কুলিং সিস্টেম সহ লঞ্চ হল Asus ROG Strix G16 এবং TUF Gaming A15 (2024) ল্যাপটপ, দাম কত
আজ ভারতে লঞ্চ হল Asus ROG Strix G16 (2024) এবং Asus TUF Gaming A15 (2024) ল্যাপটপ। যার মধ্যে প্রথম মডেলটির দাম এদেশে...আজ ভারতে লঞ্চ হল Asus ROG Strix G16 (2024) এবং Asus TUF Gaming A15 (2024) ল্যাপটপ। যার মধ্যে প্রথম মডেলটির দাম এদেশে ১,৯৯,৯৯০ টাকা এবং দ্বিতীয়টির দাম ১,২৪,৯৯০ টাকা থেকে শুরু হয়েছে। সদ্য ঘোষিত এই ডিভাইসগুলি অ্যাডভান্স কুলিং সিস্টেমের সাথে এসেছে। আবার এদের জিপিউ, স্টোরেজ, ব্যাটারি, ক্যামেরা, অপারেটিং সিস্টেম একই। যদিও - ডিসপ্লে, প্রসেসর ভ্যারিয়েন্ট, কানেক্টিভিটি অপশনে পার্থক্য আছে। চলুন Asus ROG Strix G16 এবং TUF Gaming A15 (2024) ল্যাপটপের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ভারতে Asus ROG Strix G16 এবং TUF Gaming A15 (2024) ল্যাপটপের দাম ও লভ্যতা
ভারতের বাজারে আসুস আরওজি স্ট্রিক্স জি১৬ (২০২৪) ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,৯৯,৯৯০ টাকা থেকে। অন্যদিকে আসুস টিইউএফ গেমিং এ১৫ (২০২৪) ল্যাপটপটি ১,২৪,৯৯০ টাকা প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে।
আগ্রহীদের জানিয়ে রাখি, নবাগত ল্যাপটপগুলি আপনারা আজ থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, অ্যামাজন, আসুস ই-শপ, আসুস/আরওজি এক্সক্লুসিভ স্টোর সহ ক্রোমা, বিজয় সেলস -এর মতো অন্যান্য অনুমোদিত ডিলারের মাধ্যমে কিনতে পারবেন।
Asus ROG Strix G16 এবং TUF Gaming A15 (2024) ল্যাপটপের স্পেসিফিকেশন
Asus ROG Strix G16 ল্যাপটপে রয়েছে ১৬-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস (২৫০০×১৬০০ পিক্সেল) WQXGA IPS প্যানটোন ভ্যালিডেটেড ডিসপ্লে প্যানেল, যা ১৬:১০ এসপেক্ট রেশিও, ১০০% DCI-P3 কালার গ্যামেট, ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ৩ এমএস রেস্পন্স টাইম, ডলবি ভিশন এইচডিআর এবং সর্বোচ্চ ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। আর Asus TUF Gaming A15 মডেলে দেওয়া হয়েছে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১৯২০×১০৮০ পিক্সেল) অ্যান্টি-গ্লেয়ার IPS ডিসপ্লে, যা ৮০% স্ক্রিন-টু-বডি রেশিও, ২৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।
ভালো পারফরম্যান্স প্রদানের জন্য প্রথম মডেলটি ইন্টেল কোর আই৯ ১৪৯০০এইচএক্স ২.২ গিগাহার্টজ প্রসেসর (৩৬ এমবি ক্যাশে, ৫.৮ গিগাহার্টজ পর্যন্ত ক্লিক রেট, ২৪ কোর, ৩২ থ্রেড) সহ এসেছে। আবার দ্বিতীয় মডেলে এএমডি রাইজেন ৯ ৮৯৪৫এইচ ৪ গিগাহার্টজ প্রসেসর (২৪ এমবি ক্যাশে, ৫.২ গিগাহার্টজ পর্যন্ত ক্লিক রেট, ৮ কোর, ১৬ থ্রেড) আছে। উভয় ল্যাপটপেই ডেডিকেটেড এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৭০ ল্যাপটপ জিপিইউ ২.৫ (৮ জিবি জিডিডি ভি-র্যাম) সাপোর্ট করে। উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত এই ডিভাইসগুলিতে ১৬ জিবি DDR5 SO-DIMM র্যাম এবং ১ টেরাবাইট PCIe 4.0 NVMe M.2 SSD স্টোরেজ পাওয়া যাবে। আবার ল্যাপটপ দুটির সামনে ৭২০ পিক্সেল রেজোলিউশনের এইচডি ফন্ট ক্যামেরা এবং এআই নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি সমর্থিত বিল্ট-ইন অ্যারে মাইক্রোফোন দেওয়া হয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, Asus ROG Strix G16 ল্যাপটপে ব্যাকলিট চিকলেট কী-বোর্ড পার-কী আরজিবি মিলবে। আবার ভালো সাউন্ড সরবরাহের জন্য - স্মার্ট এএমপি টেক, ডলবি অ্যাটমস, হাই-রেস সার্টিফিকেশন যুক্ত ডুয়েল স্পীকার সিস্টেম উপস্থিত। কানেক্টিভিটির জন্য এতে - একটি ৩.৫ মিমি কম্বো অডিও জ্যাক, একটি এইচডিএমআই ২.১ এফআরএল, দুটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-এ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট, একটি RJ45 LAN পোর্ট, একটি থান্ডারবোল্ট টাইপ-সি ইউএসবি ৪ (ডিসপ্লে পোর্ট) অন্তর্ভুক্ত।
বিপরীতে Asus TUF Gaming A15 (2024) ল্যাপটপ ব্যাকলিট চিকলেট কীবোর্ড ১-জোন আরজিবি অফার করে। কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে - একটি ৩.৫ মিমি কম্বো অডিও জ্যাক, একটি এইচডিএমআই ২.১ এফআরএল, দুটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ২ টাইপ-সি পোর্ট, একটি RJ45 LAN পোর্ট, একটি টাইপ-সি ইউএসবি ৪ পোর্ট।
নবাগত দুটি আসুস ল্যাপটপে ওয়াইফাই ৬ই এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে উভয় মডেলে ৯০ ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে। যদিও Asus ROG Strix G16 ল্যাপটপ টাইপ-সি চার্জারের মাধ্যমে র্যাপিড চার্জিং সাপোর্ট করে।