Asus আনছে বিশ্বের সবচেয়ে হালকা Copilot + PC, ফুল চার্জে চলবে 32 ঘন্টা
আসুস জানিয়েছে যে তারা 7 জানুয়ারী সকাল 9 টায় (ভারতীয় সময় সকাল 10:30) সিইএস 2025 ইভেন্টে 'বিশ্বের সবচেয়ে হালকা' কোপাইলট + পিসি চালু করবে।
আগামী 7 জানুয়ারি কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) 2025 তারিখে Asus একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে বলে জানিয়েছে। কোম্পানিটি নিশ্চিত করেছে যে তারা ইভেন্টে "বিশ্বের সবচেয়ে হালকা" Copilot+ PC এর উপর থেকে পর্দা সরাবে। এটি অতি-পাতলা এবং হালকা ল্যাপটপ সিরিজ জেনবুক এর অংশ হবে। এছাড়া ইভেন্টে সংস্থাটি Asus ROG Strix ল্যাপটপও লঞ্চ করবে, যা আরজিবি আন্ডারগ্লোর সাথে আসবে।
CES ইভেন্টে আসছে Asus Copilot+ PC ল্যাপটপ
একটি এক্স পোস্টে, আসুস জানিয়েছে যে তারা 7 জানুয়ারী সকাল 9 টায় (ভারতীয় সময় সকাল 10:30) সিইএস 2025 ইভেন্টে 'বিশ্বের সবচেয়ে হালকা' কোপাইলট + পিসি চালু করবে। যদিও কোম্পানি এই ল্যাপটপে কোনো স্পেসিফিকেশন শেয়ার করেনি। তবে আসুস একটি প্রেস রিলিজে বলেছে যে আসন্ন জেনবুক ল্যাপটপটি ফুল চার্জে 32 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে।
এটি আসুসের জেনবুক লাইনআপের অংশ হবে। আর আসুসের মতে, ল্যাপটপটি "আধুনিকতা এবং কার্যকারিতার একটি দুর্দান্ত সংমিশ্রণ সরবরাহ করবে, যা প্রোফেশনাল, ক্রিয়েটর এবং দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। টিজার ভিডিওতে ল্যাপটপের ম্যাট ব্ল্যাক চ্যাসিস তুলে ধরা হয়েছে।
আসন্ন আসুস জেনবুক ল্যাপটপ স্ন্যাপড্রাগন এক্স এলিট, এএমডি রাইজেন এআই বা ইন্টেল কোর আল্ট্রা সিরিজ 2 (লুনার লেক) চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটির দাবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচারের মাধ্যমে ল্যাপটপটি সংস্থাকে এআইয়ের যুগে একটি 'মাইলফলক' হিসেবে প্রমাণিত করবে।
Asus আনছে আরজিবি লাইটযুক্ত একটি ল্যাপটপও
আসুস নিশ্চিত করেছে যে তারা আরওজি স্ট্রিক্স সিরিজের একটি ল্যাপটপও লঞ্চ করবে। যদিও সংস্থাটি এর নাম বা এর স্পেসিফিকেশন কী হবে তা জানায়নি। তবে নিশ্চিত করেছে যে এতে আরজিবি লাইট থাকবে।
আসুস জানিয়েছে যে তারা 7 জানুয়ারী সকাল 9 টায় (ভারতীয় সময় সকাল 10:30) সিইএস 2025 ইভেন্টে 'বিশ্বের সবচেয়ে হালকা' কোপাইলট + পিসি চালু করবে।