বাজেটের মধ্যে সেরা গেমিং ল্যাপটপ, শুরু হল Asus Zenbook 14 OLED এর সেল

ASUS সম্প্রতি এদেশে তাদের জনপ্রিয় Zenbook-লাইনআপের অধীনে একটি নতুন OLED ল্যাপটপ লঞ্চ করে, যার নাম ASUS Zenbook 14 OLED। আগ্রহীদের জানিয়ে রাখি, আজ অর্থাৎ ২রা…

ASUS সম্প্রতি এদেশে তাদের জনপ্রিয় Zenbook-লাইনআপের অধীনে একটি নতুন OLED ল্যাপটপ লঞ্চ করে, যার নাম ASUS Zenbook 14 OLED। আগ্রহীদের জানিয়ে রাখি, আজ অর্থাৎ ২রা নভেম্বর থেকে এই মডেলটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতের বাজারে প্রথমবার বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। বিশেষত্বের কথা বললে, ASUS ব্র্যান্ডিংয়ের এই নতুন নোটবুক AMD -এর লেটেস্ট Ryzen 7000 সিরিজ মোবাইল প্রসেসর দ্বারা চালিত। এছাড়া ডিভাইসটি একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। যেমন এতে – ২.৮কে রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল, আসুস আর্গোসেন্স কী-বোর্ড, FHD ওয়েবক্যাম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মাইক্রোসফ্ট উইন্ডোজ ১১ হোম ওএস, AI নয়েজ ক্যান্সেলেশন এবং ওয়াই-ফাই ৬ই কানেক্টিভিটি অপশনের সাপোর্ট পাওয়া যাবে। চলুন ASUS ZenBook 14 OLED ল্যাপটপের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক৷

ASUS ZenBook 14 OLED ল্যাপটপের দাম ও লভ্যতা

এদেশে নয়া আসুস জেনবুক ১৪ ওলেড ল্যাপটপটি দুটি প্রসেসর এবং দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে –

Ryzen 5 7530U চিপসেট + ৫১২ জিবি স্টোরেজ – ৭৯,৯৯০ টাকা,
Ryzen 5 7530U চিপসেট + ১ টেরাবাইট স্টোরেজ – ৮৪,৯৯০ টাকা,
Ryzen 7 7730U চিপসেট + ৫১২ জিবি স্টোরেজ – ৮৯,৯৯০ টাকা,
Ryzen 7 7730U চিপসেট + ১ টেরাবাইট স্টোরেজ – ৮৭,৯৯০ টাকা।

ASUS Zenbook 14 OLED এর স্পেসিফিকেশন

আসুস জেনবুক ১৪ ওলেড ল্যাপটপে ১৪-ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা – ২.৮কে রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস, ০.২ এমএস রেসপন্স টাইম, ১০০% DCI P3 কালার গ্যামেট এবং ১৬:১০ এসপেক্ট রেশিও সাপোর্ট করে৷ এই বৈশিষ্ট্যগুলির দৌলতে ইউজার দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পেয়ে যাবেন। পারফরম্যান্সের জন্য, এটি এএমডি রাইজেন ৭০০০ সিরিজের প্রসেসর (রাইজেন ৫ ৭৫৩০ইউ ও রাইজেন ৭ ৭৭৩০ইউ) এবং ইন্টিগ্রেটেড এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড সহ এসেছে। আবার স্টোরেজ হিসাবে এতে ১৬ জিবি LPDDR4X র‍্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট M.2 NVMe PCIe 3.0 SSD মিলবে।

আবার যেহেতু ডিভাইসটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম চালিত, সেহেতু ইউজাররা এতে মাইক্রোসফ্ট অফিস হোম এবং স্টুডেন্ট ২০২১ সফ্টওয়্যারের সাপোর্ট পেয়ে যাবেন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৫ Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার সাপোর্ট করে৷ এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই নয়া আসুস ল্যাপটপ – আসুস নাম্বার প্যাড ২.০, আসুস আর্গোসেন্স কী-বোর্ড, ১৮০-ডিগ্রী আর্গোলিফ্ট হিঞ্জ, ফুল এইচডি ৩ডিএনআর ওয়েবক্যাম, এআই (AI) নয়েজ ক্যান্সেলেশন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ওয়াই-ফাই ৬ই কানেক্টিভিটি বিকল্পের সাপোর্ট সহ এসেছে। পরিশেষে হালকা এবং পাতলা ডিজাইনের ASUS Zenbook 14 OLED নোটবুক ১৬.৯ মিমি পুরু এবং ওজন মাত্র ১.৩৯ কেজি।