AI ফিচার সহ Asus Zenbook S 14 ল্যাপটপ ভারতে লঞ্চ হল, অর্ডার করলে 1 টাকায় পাবেন ইয়ারবাডস

Asus আজ ভারতে Zenbook S 14 ল্যাপটপ লঞ্চ করল। এর‌ দাম রাখা হয়েছে ১,৫০,০০০ টাকার কম। এতে ৩২ জিবি র‌্যাম ও ১ টিবি এসএসডি...
Julai Modal 20 Sept 2024 7:53 PM IST

Asus আজ ভারতে Zenbook S 14 ল্যাপটপ লঞ্চ করল। এর‌ দাম রাখা হয়েছে ১,৫০,০০০ টাকার কম। এতে ৩২ জিবি র‌্যাম ও ১ টিবি এসএসডি পাওয়া যাবে। আবার ওএলইডি ডিসপ্লে প্যানেল ও ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর সহ আসা Asus Zenbook S 14 ল্যাপটপে দেওয়া হয়েছে ইন্টেল আর্ক গ্রাফিক্স। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Asus Zenbook S 14 ল্যাপটপের দাম ও অফার

আসুস জেনবুক এস ১৪ ল্যাপটপের দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯০ টাকা। আগামী ২৪ তারিখ পর্যন্ত এটি প্রি-অর্ডার করা‌ যাবে। আর এর সেল শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। যেসব ক্রেতা ল্যাপটপটি প্রি-অর্ডার করবেন তারা ১ টাকায় ইয়ারবাডস, ২ বছর অতিরিক্ত ওয়ারেন্টি ও ৩ বছরের অ্যাসিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন পাবেন।

Asus Zenbook S 14 ল্যাপটপের স্পেসিফিকেশন ও ফিচার

আসুস জেনবুক এস ১৪ ল্যাপটপে ১৪ ইঞ্চি ৩কে ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও ও ৫০০ নিটস ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর আল্ট্রা ৭ প্রসেসর ও ৩২ জিবি LPDDR5X র‌্যাম দেওয়া হয়েছে। আবার এতে কুলিং সিস্টেম সহ একাধিক AI ফিচার দেওয়া হয়েছে - রিয়েল টাইম ক্যাপশন, ব্যাক গ্রাউন্ড রিমুভাল, মিডিয়া জেনারেশন ইত্যাদি।

Asus Zenbook S 14 ল্যাপটপটি মিলিটারি গ্রেড (MIL-STD 810H) সার্টিফিকেশন সহ এসেছে। সিকিউরিটির জন্য পাওয়া যাবে ফেস অথেন্টিকেশন। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে থান্ডারবোল্ট পোর্ট, এইচডিএমআই ২.১, ইউএসবি ৩.২ ও ওয়াই-ফাই ৭। এর ওজন ১.২ কেজি।

Show Full Article
Next Story