Best Laptop: সবধরনের কাজের জন্য সেরা এই পাঁচটি বিজনেস ল্যাপটপ, এখান থেকে বেছে নিন
আপনারা যদি নিজের জন্য একটি হাই-পারফর্মিং ল্যাপটপের সন্ধান করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনাদের জন্যই। কেননা আজ আমরা এমন...আপনারা যদি নিজের জন্য একটি হাই-পারফর্মিং ল্যাপটপের সন্ধান করে থাকেন, তবে এই প্রতিবেদন আপনাদের জন্যই। কেননা আজ আমরা এমন 5টি ল্যাপটপের হদিশ দেব, যেগুলি সৃজনশীল এবং পেশাদারি কাজে ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। একই সাথে প্রত্যেকটি মডেল বেশি স্টোরেজ ও র্যাম অফার করে। আবার বিভিন্ন উল্লেখযোগ্য তথা অ্যাডভান্স ফিচারের সুবিধাও পাওয়া যাবে। এই তালিকায় সামিল রয়েছে - Apple, Asus, HP ব্র্যান্ডের ল্যাপটপ। নীচে তালিকাভুক্ত প্রত্যেকটি মডেলের দাম 80,000 টাকার কম।
80,000 টাকার কমে উপলব্ধ সেরা 5টি বিজনেস Laptop এর তালিকা
- Apple MacBook Air Laptop M1 chip: 76,990 টাকা
অ্যাপল ম্যাকবুক এয়ার ল্যাপটপে রয়েছে 13.3-ইঞ্চির IPS রেটিনা ডিসপ্লে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে সংস্থার নিজস্ব 8-কোর এম1 চিপসেট ও 16-কোর নিউরাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার দরুন ডিভাইসটি 3.5এক্স দ্রুত কর্মক্ষমতা প্রদানে সক্ষম হবে। এই ল্যাপটপে 8 জিবি র্যাম এবং 256 জিবি SSD স্টোরেজ পাওয়া যাবে। আবার এতে থাকা ব্যাটারি দীর্ঘ 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলেও সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে।
- Asus Vivobook Pro 15 : 75,990 টাকা
আসুস ভিভোবুক ল্যাপটপে 60 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ও 600 নিট পিক এইচডিআর ব্রাইটনেস সমর্থিত 15-ইঞ্চির ন্যানোএজ ফুল এইচডি OLED ডিসপ্লে রয়েছে। ভালো পারফরম্যান্সের জন্য এএমডি রাইজেন 7 5800H প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 3050 গ্রাফিক্স কার্ড উপস্থিত। স্টোরেজ হিসাবে 16 জিবি র্যাম এবং 1 টেরাবাইট SSD মেমরি পাওয়া যাবে। এতে ডুয়েল 86-ব্লেড ফ্যান এবং দুটি হিট পাইপ সহ দুর্দান্ত কুলিং সিস্টেম বর্তমান। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এটি - ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফিজিক্যাল ওয়েবক্যাম শিল্ড যুক্ত ফুল এইচডি (1080 পিক্সেল) ওয়েব ক্যামেরা সহ এসেছে। আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপে 50 ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 6 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ অফার করে।
- HP Envy x360 : 73,969 টাকা
এইচপি এনভি এক্স360 ল্যাপটপে রয়েছে 13.3-ইঞ্চির ডায়াগনাল WUXGA IPS ডিসপ্লে, যা 400 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি 360-ডিগ্রি হিঞ্জ ডিজাইন এবং পেন ইনপুটের সাপোর্ট সহ এসেছে। আবার উন্নত পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে 12তম প্রজন্মের ইন্টেল ইভো i5-1230U প্রসেসর, যার সাথে 8 জিবি র্যাম এবং 512 জিবি SSD স্টোরেজ সংযুক্ত। এইচপি ব্র্যান্ডের এই প্রিমিয়াম ল্যাপটপে 66 ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা 14 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এই ল্যাপটপ পেশাদারি কাজে ব্যবহারের জন্য একটি দুর্দান্ত বিকল্প।
- HP Pavilion x360 : 78,490 টাকা
এইচপি প্যাভিলিয়ন এক্স360 ল্যাপটপে 14-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেখা যাবে, যা সর্বোচ্চ 250 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন্টেল আইরিশ এক্স গ্রাফিক্স কার্ড সহ 13তম প্রজন্মের ইন্টেল কোর i5-1335U 10-কোর প্রসেসর রয়েছে। স্টোরেজ হিসাবে 16 জিবি DDR4 র্যাম এবং 1 টেরাবাইট SSD পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে মিলবে 43 ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে এই ল্যাপটপে - ওয়াইফাই 6ই এবং ব্লুটুথ 5.3 অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া উক্ত মডেলে এইচপি ট্রু ভিশন সমর্থিত 5 মেগাপিক্সেলের ওয়েবক্যাম উপস্থিত।
- Asus Creator Series Vivobook 14X : 79,990 টাকা
আসুস ক্রিয়েটর সিরিজ ভিভোবুক 14এক্স ল্যাপটপ 14-ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল সহ লঞ্চ হয়েছিল, যা সর্বোচ্চ 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এক্ষেত্রে দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদানের জন্য এতে প্যান্টন সার্টিফায়েড কালার প্রযুক্তি দেওয়া হয়েছে৷ ডিভাইসটি 12তম প্রজন্মের ইন্টেল কোর i7-12650H প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 2050 গ্রাফিক্স কার্ড সহ এসেছে। এই ল্যাপটপে 63 ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফারে সক্ষম।