Gaming Laptops: ৭০ হাজার টাকার কমে HP থেকে Dell এর সেরা গেমিং ল্যাপটপ
অ্যামাজন এখন বিভিন্ন ব্র্যান্ডের Gaming Laptops এর উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। এরজন্য আপনাকে ৭০,০০০ টাকার কম খরচ করতে হবে। এর সাথে ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই অফার ও এক্সচেঞ্জ অফার পাবেন।
বর্তমান সময়ে সবাই প্রায় গেম খেলতে পছন্দ করে। অবসর সময় পেলেই মানুষ ফোন হোক বা ল্যাপটপে গেম খেলতে শুরু করে। এই পরিস্থিতিতে আপনি যদি গেমিং ল্যাপটপ কিনতে চান তাহলে সুখবর। কারণ ই-কমার্স সাইট অ্যামাজন এখন বিভিন্ন ব্র্যান্ডের গেমিং ল্যাপটপের উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। এরজন্য আপনাকে ৭০,০০০ টাকার কম খরচ করতে হবে। এর সাথে ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই অফার ও এক্সচেঞ্জ অফার পাবেন। আসুন অনলাইনে অ্যামাজন থেকে কোন কোন গেমিং ল্যাপটপ অফারে অর্ডার করতে পারবেন দেখে নেওয়া যাক।
Asus TUF Gaming A15
আসুসের এই ল্যাপটপে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে ল্যাপটপটি ৪৮ ওয়াট আওয়ার ব্যাটারি সহ এসেছে। এর দাম রাখা হয়েছে ৫৪,৯৯০ টাকা। এটি ৩,১৯৯ টাকা ইএমআই অফার সহ কিনে নেওয়া যাবে। রাইজেন ৭ প্রসেসর চালিত ল্যাপটপটি ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে।
HP Victus Gaming Laptop
এইচপির গেমিং ল্যাপটপে ১২ তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৫.৬ ইঞ্চি স্ক্রিন আছে, যা ফুল এইচডি রেজোলিউশন অফার করবে। এটি ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে ডুয়েল স্পিকার রয়েছে। ল্যাপটপটির দাম ৫৫,৯৯০ টাকা। এর ইএমআই শুরু হবে ২,৭১৫ টাকা থেকে। এর সাথেও ব্যাঙ্ক অফার আছে।
Dell G15 Laptop
১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সহ এই ডেল ল্যাপটপে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে। এই ল্যাপটপে এইচডিএমআই পোর্ট পাওয়া যাবে। এর দাম ৬৯,৪৯০ টাকা। অ্যামাজন থেকে এটি ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এটিও ইএমআই সহ বাড়ি আনা যাবে। এর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও আছে, যার দাম পড়বে ৭৭,০০০ টাকার কাছাকাছি।
অ্যামাজন এখন বিভিন্ন ব্র্যান্ডের Gaming Laptops এর উপর বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে। এরজন্য আপনাকে ৭০,০০০ টাকার কম খরচ করতে হবে। এর সাথে ব্যাঙ্ক অফার, নো কস্ট ইএমআই অফার ও এক্সচেঞ্জ অফার পাবেন।