Dell Alienware x16 R2: ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরের সাথে এল ডেলের গতিময় গেমিং ল্যাপটপ

Dell সম্প্রতি ভারতে নতুন Alienware x16 R2 গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে৷ এটি গত মাসে এদেশে আত্মপ্রকাশ করা Alienware m18 R2...
Suman Patra 26 April 2024 8:31 PM IST

Dell সম্প্রতি ভারতে নতুন Alienware x16 R2 গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে৷ এটি গত মাসে এদেশে আত্মপ্রকাশ করা Alienware m18 R2 মডেলের সাশ্রয়ী সংস্করণ হিসাবে এসেছে। এক্ষেত্রে এই প্রিমিয়াম ডিভাইসটির দাম ভারতে 2,86,490 টাকা থেকে শুরু হচ্ছে। ফিচারের কথা বললে, ল্যাপটপটি Intel Core Ultra প্রসেসর এবং NVIDIA GeForce RTX 4090 জিপিইউ সহ এসেছে। এছাড়া - সর্বোচ্চ 240 হার্টজ রিফ্রেশ রেটের QHD+ ডিসপ্লে, 32 জিবি পর্যন্ত DDR5X র‌্যাম, এলিয়েনওয়্যার ক্রায়ো-টেক কুলিং সিস্টেম, ইন্টিগ্রেটেড স্ক্রোলিং সহ মাল্টি-টাচ জেসচার টাচপ্যাড, ওয়াই-ফাই 6ই এবং 90Whr ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে Dell Alienware x16 R2 গেমিং ল্যাপটপে।

ভারতে Dell Alienware x16 R2 ল্যাপটপের দাম ও লভ্যতা

এদেশের বাজারে ডেল একক এবং ডুয়েল স্টোরেজ কনফিগারেশন সহ একাধিক র‌্যাম বিকল্পের সাথে এলিয়েনওয়্যার এক্স16 আর২ ল্যাপটপ লঞ্চ করেছে। এক্ষেত্রে ভারতের মডেলটির দাম 2,86,490 টাকা থেকে শুরু হচ্ছে। আগ্রহী ক্রেতারা সংস্থার ওয়েবসাইট (Dell.com), ডেল এক্সক্লুসিভ স্টোর (DES), ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon.com) সহ যেকোনো পার্টনার মাল্টি-ব্র্যান্ড স্টোর থেকে এই ল্যাপটপ কিনতে পারবেন। এটি লুনার সিলভার কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ।

Dell Alienware x16 R2 ল্যাপটপের স্পেসিফিকেশন

স্লিক মেটাল চ্যাসিসের সাথে আসা ডেল এলিয়েনওয়্যার এক্স16 আর2 গেমিং ল্যাপটপে রয়েছে 16-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল, যা 3 এমএস রেস্পন্স টাইম, 240 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গ্যামেট, ডলবি ভিশন সাপোর্ট করে। ডিসপ্লেটি - কমফোর্টভিউ প্লাস, এনভিডিয়া জি-স্ক্যান এবং অ্যাডভান্স অপ্টিমাস সার্টিফায়েড। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইন্টেল কোর আল্ট্রা 7 155এইচ / ইন্টেল কোর আল্ট্রা 9 185এইচ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4060/4070/4080/4090 জিপিইউ (16 জিবি পর্যন্ত GDDR6 র‌্যাম সহ) ব্যবহার করা হয়েছে। এই গেমিং ল্যাপটপ - 32 জিবি পর্যন্ত DDR5X র‌্যাম, 4 টেরাবাইট PCIe NVMe M.2 একক স্টোরেজ, সর্বোচ্চ 8 টেরাবাইট PCIe NVMe M.2 ডুয়েল স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ 11 হোম 64-বিট / উইন্ডোজ 11 প্রো 64-বিট প্রি-লোডেড থাকছে।

অন্যান্য বৈশিষ্টের কথা বললে, Dell Alienware x16 R2 মডেলটি এলিয়েনএফএক্স লাইটিং, এলিয়েনওয়্যার ক্রায়ো-টেক কুলিং, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম এবং ডলবি অ্যাটমস সমর্থিত অডিও ইউনিটের সাথে লঞ্চ হয়েছে। এতে এলিয়েনওয়্যার এম-সিরিজ পার-কী এলিয়েনএফএক্স আরজিবি চেরিএমএক্স কী-বোর্ড এবং ইন্টিগ্রেটেড স্ক্রোলিং সহ মাল্টি-টাচ জেসচার টাচপ্যাড দেওয়া হয়েছে। তদুপরি এই ডিভাইসে রয়েছে এলিয়েনওয়্যার এফএইচডি ক্যামেরা, যা এইচডিআর প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া উইন্ডোজ হ্যালো আইআর এবং ডুয়াল-অ্যারে মাইক-ও পাওয়া যাবে এই ল্যাপটপে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.3, 2টি ইউএসবি টাইপ-এ 3.2 জেন পোর্ট (পাওয়ার শেয়ার সহ), 2টি ইউএসবি টাইপ-সি (1টি 3.2 জেন 1, 1টি থান্ডারবোল্ট 4.0, ইউএসবি 4 জেন 2 পিডি, ডিসপ্লেপোর্ট সাপোর্ট করে), 1টি এইচডিএমডি 2.1 পোর্ট, 1টি মিনি-ডিসপ্লে পোর্ট, 1টি মাইক্রোএসডি কার্ড স্লট, 1টি 3.5 মিমি অডিও জ্যাক এবং 1টি ডিসি-ইন পোর্ট পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 90 ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি, যা 360 ওয়াট পর্যন্ত GaN FET চার্জার সাপোর্ট করে। Dell Alienware x16 R2 ল্যাপটপের পরিমাপ 289.81×364.74×18.57 মিমি এবং ওজন 2.72 কেজি।

Show Full Article
Next Story