চার-চারটি নতুন ল্যাপটপ লঞ্চ করল Dell, বড় স্ক্রিন এবং FHD ওয়েব ক্যামেরার সাথে পাবেন শক্তিশালী সিপিইউ

প্রযুক্তি নির্ভর এই জীবনে ল্যাপটপ নামক ইলেকট্রনিক ডিভাইসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গেমিং, কন্টেন্ট ক্রিয়েটিং এবং...
Anwesha Nandi 12 April 2023 12:22 AM IST

প্রযুক্তি নির্ভর এই জীবনে ল্যাপটপ নামক ইলেকট্রনিক ডিভাইসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গেমিং, কন্টেন্ট ক্রিয়েটিং এবং অন্যান্য ভারী কাজের জন্য প্রায় সবাই-ই এখন এই জিনিসটির ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে প্রিমিয়াম মূল্যে কোনো ল্যাপটপ কিনতে চান এবং আপনার ফোকাস থাকে ডিভাইসটির ফিচার, পারফরম্যান্সের ওপর, তাহলে Dell-এর লেটেস্ট মডেলগুলি আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে জনপ্রিয় কম্পিউটার নির্মাতা Dell, আজ ভারতে চার-চারটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে। এক্ষেত্রে বাজারে পা রেখেছে কোম্পানির দুটি নতুন গেমিং ল্যাপটপ Alienware m18 এবং Alienware x16 R1। একইসাথে CES 2023 ইভেন্টে প্রদর্শিত Dell Inspiron 16 এবং Inspiron 16 2-in-1 মডেলদুটিও এখন লঞ্চ হয়েছে। আসুন এখন Dell Alienware এবং Inspiron লাইনআপের অধীনে আসা এই নতুন চারটি ল্যাপটপের দাম এবং ফিচার সম্পর্কে জেনে নিই।

নতুন Dell Alienware এবং Inspiron ল্যাপটপগুলির দাম এবং লভ্যতা

ডেলের সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ হল নয়া এলিয়েনওয়ার এম১৮, যার প্রারম্ভিক দাম রাখা হয়েছে ৩,৫৯,৯৯০ টাকা। আবার প্রিমিয়াম রেঞ্জে আসা দ্বিতীয় বিকল্প অর্থাৎ এলিয়েনওয়ার এক্স১৬ আর১ মডেলটি কিনতে গেলে ৩,৭৯,৯৯০ টাকা দাম পড়বে। অন্যদিকে কোম্পানির নয়া ইন্সপিরন ১৬ ও ১৬ টু-ইন-ওয়ান মডেলদুটির দাম পড়বে যথাক্রমে ৭৭,৯৯০ টাকা এবং ৯৬,৯৯০ টাকা। এর মধ্যে এলিয়েনওয়ার ল্যাপটপদ্বয় আগামী ১২ই এপ্রিল থেকে এবং দুটি ইন্সপিরন মডেল ১৪ই এপ্রিল থেকে ডেল এক্সক্লুসিভ স্টোরস (DES), বড় রিটেল স্টোর এবং সারা দেশ জুড়ে উপলব্ধ মাল্টি-ব্র্যান্ড আউটলেটগুলির মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।

নতুন Dell Alienware m18 এবং x16 R1 ল্যাপটপের স্পেসিফিকেশন

নির্মাতা সংস্থার মতে, ডেল এলিয়েনওয়ার এম১৮ সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ। একইভাবে, এক্স১৬ আর১ মডেলটি সবচেয়ে বিলাসবহুল (পড়ুন মূল্যবান মডেল) হিসেবে লঞ্চ হয়েছে। স্পেসিফিকেশনের কথা বললে, এলিয়েনওয়ার এম১৮-এ কিউএইচডি রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ১৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে; এক্ষেত্রে এক্স১৬ আর১ ল্যাপটপে দেখা যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং কিউএইচডি+ রেজোলিউশন বিশিষ্ট মাইক্রো এলইডি ডিসপ্লে। দুটি লেটেস্ট এলিয়েনওয়্যার গেমিং ল্যাপটপই ১৬:১০ স্ক্রিন রেশিও অফার করবে। এদিকে এগুলিতে এনভিডিয়া আরটিএক্স ৪০ (NVIDIA RTX 40) সিরিজের জিপিউ থাকবে। সাথে থাকবে ১৩তম প্রজন্মের ইন্টেল এইচ (Intel H) সিরিজের সিপিইউ। শুধু তাই নয়, এই ল্যাপটপগুলি ডলবি অ্যাটমোস এবং ডলবি ভিশন সাপোর্টও বহন করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ডেল দাবি করেছে যে, এলিয়েনওয়ার এক্স১৬ আর১ মডেলটি কোম্পানির ১০৮০/ফুল-এইচডি ওয়েব ক্যামেরা বৈশিষ্ট্যযুক্ত প্রথম গেমিং ল্যাপটপগুলির মধ্যে একটি।

নতুন Dell Inspiron 16 এবং 16 2-in-1 ল্যাপটপের স্পেসিফিকেশন

উল্লিখিত দুটি গেমিং মেশিন ছাড়াও, ডেল যে দুটি ইন্সপিরন মডেল লঞ্চ করেছে, সে কথা আমরা আগেই বলেছি। এক্ষেত্রে ইন্সপিরন ১৬ ল্যাপটপটি নন-টাচ ভ্যারিয়েন্ট হিসেবে এসেছে, যেখানে ইন্সপিরন ১৬ টু-ইন-ওয়ান মডেল টাচ ইনপুট সাপোর্ট করবে। এক্ষেত্রে দুটি লাইফস্টাইল-শ্রেণির নোটবুকেই পারফরম্যান্সের জন্য ১৩তম জেনারেল ইন্টেল কোর প্রসেসর দিয়েছে কোম্পানি। আবার ভিডিও কনফারেন্সিংয়ের সময় যাতে এগুলিতে ছবির গুণমান উন্নত থাকে, তার জন্য রয়েছে ডব্লিউডিআর (WDR) এবং টিএনআর (TNR) প্রযুক্তিযুক্ত ফুল-এইচডি ওয়েব ক্যামেরা।

Show Full Article
Next Story