20 হাজার টাকার রেঞ্জে অন্যতম সেরা স্মার্টফোন Motorola Edge 50 Fusion, সেলে এখন বাম্পার ছাড়ে
Motorola Edge 50 Fusion স্মার্টফোনের 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। সেলে আপনি ডিভাইসটি 2 হাজার টাকা ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন।
আপনি যদি Motorola ফোনের ফ্যান হন এবং 20 থেকে 25 হাজার টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে ফ্লিপকার্টের একটি ডিল আপনার ইচ্ছা পূরণ করবে। এই ডিলে আপনি বাম্পার ছাড়ের সাথে 32-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Motorola Edge 50 Fusion কিনতে পারেন। এই স্মার্টফোনের 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। সেলে আপনি ডিভাইসটি 2 হাজার টাকা ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন।
আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাক অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি এই ডিভাইসের দাম 21,100 টাকা পর্যন্ত কমাতে পারবেন। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া বাড়তি ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Motorola Edge 50 Fusion এর ফিচার
এই মোটোরোলা ফোনে ফুল এইচডি + রেজোলিউশন সহ 6.7-ইঞ্চি পোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 1600 নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 7s Gen 2 দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও 13 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
Motorola Edge 50 Fusion স্মার্টফোনের 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 22,999 টাকা। সেলে আপনি ডিভাইসটি 2 হাজার টাকা ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন।