মাত্র ২০ হাজার টাকায় HP-র টাচ স্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ, এই ডিল হাতছাড়া করলে পস্তাবেন

জনপ্রিয় ব্যান্ড HP-র ল্যাপটপগুলি শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিচার অফার করে থাকে। তাই আপনি যদি মনে করেন যে...
Julai Modal 25 Jun 2024 11:24 PM IST

জনপ্রিয় ব্যান্ড HP-র ল্যাপটপগুলি শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিচার অফার করে থাকে। তাই আপনি যদি মনে করেন যে নতুন একটি ফিচারে ঠাসা ল্যাপটপ বা নোটবুক কিনবেন তাহলে আপনি এই ব্যান্ডের বিভিন্ন ল্যাপটপ কিনতে পারেন। তবে আজ আমরা এমন একটি টাচ-স্ক্রিন HP Chrome মডেলের বিষয়ে বলবো, যেটি ২০ হাজার টাকার কাছাকাছি দামে কেনা যাবে।

আসলে দৈনন্দিন প্রয়োজনের জন্য ক্রোমবুক কেনা ভাল এবং এইচপির ক্রোমবুকটি প্রচুর ফিচার এবং কমপ্যাক্ট ডিজাইন সহ এসেছে। এর উপর অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এই ক্রোমবুকটিকে এখন ৪০ শতাংশ ছাড়ে বিক্রি করছে। আবার নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে ক্রেতারা আলাদা ছাড় পাবেন এবং এক্সচেঞ্জ অফারের সুবিধাও মিলবে।

HP Touch Chromebook (2024) পাওয়া যাচ্ছে সস্তায়

HP Touch Chromebook (2024) ফ্লিপকার্টে এখন ২১,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। আবার আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের ক্ষেত্রে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থেকে পেমেন্টের ক্ষেত্রে ৫% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, ফ্লিপকার্ট অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের সাথেও ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। আবার পুরানো ডিভাইস বদল করার ক্ষেত্রে সর্বোচ্চ ১৩,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। ডিভাইসটির সাথে ১ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এইচপি।

HP Touch Chromebook (2024) এর‌ স্পেসিফিকেশন

এইচপি টাচ ক্রোমবুকটিতে ১১.৬ ইঞ্চি এইচডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লেটি ২২০নিটস ব্রাইটনেস প্রদান করে এবং এটি একটি টাচস্ক্রিন ডিসপ্লে। ক্রোমবুকটি মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৪ জিবি ইএমএমসি র‌্যাম এবং ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ পাওয়া যাবে। ক্রোমওএসের সাথে আসা নোটবুকটিতে ইউএসবি ২.০ টাইপ-এ এবং সুপারস্পিড ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

Show Full Article
Next Story