১০ হাজার টাকার কমে HP ল্যাপটপ, এই সুযোগ হাতছাড়া করবেন না

১০ হাজার টাকার রেঞ্জে নতুন ল্যাপটপ খোঁজ করলে সুখবর। আসলে এইচপির একটি ৩৫ হাজার টাকা দামের ল্যাপটপ এই মুহূর্তে আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন। যারপর এর…

১০ হাজার টাকার রেঞ্জে নতুন ল্যাপটপ খোঁজ করলে সুখবর। আসলে এইচপির একটি ৩৫ হাজার টাকা দামের ল্যাপটপ এই মুহূর্তে আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন। যারপর এর দাম কমে বাজেটের মধ্যে চলে আসবে। আর এই ল্যাপটপের নাম এইচপি ক্রোমবুক (২০২৪)। এতে দুর্দান্ত ফিচারের পাশাপাশি কমপ্যাক্ট ডিজাইন রয়েছে।

যদি আপনার অত্যাধুনিক স্পেসিফিকেশন সহ আসা ল্যাপটপের প্রয়োজন না হয়, তবে ক্রোমবুক কেনা বুদ্ধিমানের কাজ হবে। এটি ক্রোমওএস ভিত্তিক একটি ল্যাপটপ এবং এতে বিভিন্ন অ্যাপের সাপোর্ট পাওয়া যাবে। ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে নোট নেওয়া, সবকিছুই করা যায় ক্রোমবুকে। বিশেষ করে বাজেট স্মার্টফোনের দামে ল্যাপটপ ব্যবহারের স্বাদ দেয় ক্রোমবুক।

এইচপি ক্রোমবুক ২০২৪ এর সাথে লোভনীয় অফার

এইচপি ক্রোমবুক ২০২৪ এর আসল দাম ফ্লিপকার্টে ৩৪,৫৫৪ টাকা, তবে ছাড়ের পরে এটি ১০,৯৯০ টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফলে ল্যাপটপটি ১০ হাজার টাকার কমে কেনা যাবে।

এইচপি ক্রোমবুক ২০২৪ এর ফিচার

এইচপি ক্রোমবুক ল্যাপটপে রয়েছে ১১.৬ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন ১৩৬৬x৭৬৮ পিক্সেল এবং পিক ব্রাইটনেস ২২০ নিটস। এতে মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৪ জিবি র‌্যাম‌ এবং ইএমএমসি ৩২ জিবি স্টোরেজ যুক্ত আছে। এছাড়া মিডিয়াটেক ইন্টিগ্রেটেড এআরএম মালি জি৭২ এমপি৩ গ্রাফিক্স প্রসেসরও এই ক্রোমবুকে উপস্থিত। এটি ক্রোম অপারেটিং সিস্টেমে কাজ করে।

এই ল্যাপটপে ৭২০পি এইচডি ক্যামেরা এবং ইনবিল্ট মাইক দেওয়া হয়েছে এবং এর কীবোর্ডটি স্প্লিট রেজিস্ট্যান্ট ডিজাইনের সাথে এসেছে। এক বছরের ওয়ারেন্টি সহ আসা ডিভাইসটির ওজন ১.৩৪ কেজি এবং এতে চারটি ইউএসবি পোর্ট রয়েছে। এইচপি ক্রোমবুক ল্যাপটপটি ইন্ডিগো ব্লু এবং ব্ল্যাক রঙে পাওয়া যাবে।