HP Envy X360 14 ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর সহ ভারতে লঞ্চ হল, দাম কত দেখে নিন
HP আজ (3রা এপ্রিল) ভারতের বাজারে একটি AI-ফিচার সহ ল্যাপটপ লঞ্চ করল। HP Envy x360 14 নামের এই মডেলটির দাম এদেশে 99,999...HP আজ (3রা এপ্রিল) ভারতের বাজারে একটি AI-ফিচার সহ ল্যাপটপ লঞ্চ করল। HP Envy x360 14 নামের এই মডেলটির দাম এদেশে 99,999 টাকা থেকে শুরু হচ্ছে। যদিও লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করা সম্ভব। আর এই ডিভাইসটি হল সংস্থার প্রথম ল্যাপটপ, যাতে ডেডিকেটেড মাইক্রোসফ্ট কো-পাইলট (Microsoft CoPilot) বাটনের মাধ্যমে একাধিক জেনারেটিভ এআই (AI) বৈশিষ্ট্য সক্রিয় করা সম্ভব৷ এছাড়াও আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য ফিচারের সুবিধা পাওয়া যাবে এই ল্যাপটপে। নিচে HP Envy x360 14 -এর দাম, প্রাপ্যতা ও কনফিগারেশন সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল।
ভারতে HP Envy X360 14 ল্যাপটপের দাম ও লভ্যতা
এদেশের বাজারে এইচপি এনভি এক্স360 14 ল্যাপটপ - মেটেওর সিলভার এবং অ্যাটমোস্ফেরিক ব্লু কালার শেডে এসেছে। ডিভাইসটি ইন্টেল কোর আল্ট্রা 7 এবং ইন্টেল কোর আল্ট্রা 5 প্রসেসরের সাথে আত্মপ্রকাশ করেছে। এক্ষেত্রে আলোচ্য দুটি ভ্যারিয়েন্টের দাম থাকছে যথাক্রমে 99,999 টাকা এবং 1,12,999 টাকা।
আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই এই ল্যাপটপ এইচপি ওয়ার্ল্ড স্টোর এবং এইচপি অনলাইন স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। এক্ষেত্রে লঞ্চ অফারের অংশ হিসাবে এই মডেলের সাথে সম্পূর্ণ বিনামূল্যে 5,499 টাকা মূল্যের একটি ক্রিয়েটর'স স্লিং ব্যাগ দেওয়া হবে। আবার যেসকল ক্রেতারা Kotak, ICICI, SBI, Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ড অথবা OneCard -এর মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করে পেমেন্ট করবেন তারা ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে 10,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারপর ল্যাপটপটি নূন্যতম 89,999 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসা যাবে।
HP Envy X360 14 ল্যাপটপের স্পেসিফিকেশন
এইচপি এনভি এক্স360 14 ল্যাপটপে রয়েছে 14-ইঞ্চির WUXGA (1920x1200 পিক্সেল) IPS মাল্টি-টাচ ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস এনবিটি দ্বারা সুরক্ষিত এবং 300 নিট পিক ব্রাইটনেস, 62.5% sRGB কালার গ্যামেট ও 16:10 এসপেক্ট রেশিও সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইন্টেল কোর আল্ট্রা 5 125ইউ / আল্ট্রা 7 155ইউ প্রসেসর এবং ইন্টেল গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এটি লেটেস্ট উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। আবার স্টোরেজ হিসাবে 16 জিবি LPDDR5-6400 MHz র্যাম এবং 512 জিবি PCIe Gen4 NVMe M.2 SSD পাওয়া যাবে।
নবাগত এই ল্যাপটপে উইন্ডোজ স্টুডিও ইফেক্ট সমর্থন করে, যার মধ্যে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভিত্তিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। যেমন অটো-জুমিং, ক্রপিং ইমেজ, এআই নয়েজ রিমুভাল, ভিডিও কলিংয়ের সময় আই কন্টাক্ট বজায় রাখা ইত্যাদির মতো ফিচারের সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা। প্রসঙ্গত, ভিডিও কলিংয়ের সুবিধার্থে উক্ত ডিভাইসে টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ 5 মেগাপিক্সেলের আইআর (IR) ক্যামেরা দেওয়া হয়েছে। আবার ভালো সাউন্ড সরবরাহের জন্য মিলবে - ডিটিএস এক্স আল্ট্রা, এইচপি অডিও বুস্ট ও পলি স্টুডিও সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম।
কানেক্টিভিটির জন্য এই ল্যাপটপে ইন্টেল ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.3, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি রেগুলার ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই 2.1 পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি থান্ডারবোল্ট 4 পোর্ট, ইউএসবি টাইপ-সি সহ (ইউএসবি পাওয়ার ডেলিভারি , ডিসপ্লেপোর্ট 2.1, এইচপি স্লিপ অ্যান্ড চার্জ সমর্থিত) পোর্ট এবং একটি 3.5 মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে HP Envy X360 14 ল্যাপটপে 59 ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টরের মাধ্যমে 65 ওয়াট চার্জিং সমর্থন করে।