10 হাজার টাকা ছাড় সহ হেডসেট ফ্রি, HP OMEN Transcend 14 ল্যাপটপ কিনবেন নাকি
HP গত মাসে আয়োজিত CES 2024 টেক ইভেন্ট চলাকালীন বিশ্বের সবচেয়ে হালকা এবং 'কুলেস্ট' 14-ইঞ্চি গেমিং ল্যাপটপের ঘোষণা...HP গত মাসে আয়োজিত CES 2024 টেক ইভেন্ট চলাকালীন বিশ্বের সবচেয়ে হালকা এবং 'কুলেস্ট' 14-ইঞ্চি গেমিং ল্যাপটপের ঘোষণা করেছিল। আর আজ অর্থাৎ 26শে মার্চ HP OMEN Transcend 14 নামের এই মডেলটি ভারতে লঞ্চ হল। আজ থেকে এর প্রি-অর্ডারও শুরু হয়েছে। আর প্রি-অর্ডারকারীরা লোভনীয় অফারের সুবিধা পাবেন।
ভারতে HP OMEN Transcend 14 ল্যাপটপের প্রাপ্যতা এবং সেল অফার
এদেশের বাজারে এইচপি ওমেন ট্রান্সসেন্ড 14 ল্যাপটপ - শ্যাডো ব্ল্যাক এবং সিরামিক হোয়াইট কালার ভ্যারিয়েন্টের সাথে এসেছে। এটি বর্তমানে ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) -এর মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর ডিভাইসটির ওপেন সেল আগামী 3রা এপ্রিল থেকে শুরু হবে।
এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। যেসকল ক্রেতারা অ্যামাজন থেকে এইচপি ওমেন ট্রান্সসেন্ড 14 ল্যাপটপটি ক্রয় করবেন তারা সম্পূর্ণ বিনামূল্যে একটি হাইপারএক্স ক্লাউড কোর ওয়্যারড গেমিং হেডসেট পেয়ে যাবেন। আবার এইচপি ইন্ডিয়ার ই-শপ থেকে - SBI, ICICI, Kotak Mahindra, American Express, DBS, Yes ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা One Card ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্তভাবে আরো 10,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে৷
HP OMEN Transcend 14 ল্যাপটপের স্পেসিফিকেশন
এইচপি ওমেন ট্রান্সসেন্ড 14 ল্যাপটপে রয়েছে 14-ইঞ্চির 2.8কে (2880x1800 পিক্সেল) OLED ডিসপ্লে প্যানেল, যা 48-120 হার্টজ রিফ্রেশ রেট, 0.2 এমএস রেসপন্স টাইম, UWVA, SDR 400 নিটস, HDR 500 নিটস এবং 100% DCI-P3 কালার গ্যামেট সমর্থন করে। এই ডিসপ্লে এজ-টু-এজ গ্লাস, মাইক্রো এজ সহ এসেছে এবং লো ব্লু লাইট প্রত্যয়িত। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে ইন্টেল কোর আল্ট্রা 7 155এইচ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4060 জিপিইউ (ডেডিকেটেড 8 জিবি GDDR6 র্যাম) রয়েছে। জানিয়ে রাখি এই চিপসেট 4.8 গিগাহার্টজ পর্যন্ত ক্লিক স্পিড, ইন্টেল টার্বো বুস্ট প্রযুক্তি, 24 এমবি L3 ক্যাশে, 16টি কোর, 22টি থ্রেড সমর্থন করে। উইন্ডোজ 11 চালিত এই ল্যাপটপে 16 জিবি LPDDR5x-7467 MHz র্যাম (7467 MT/s পর্যন্ত ট্রান্সফার রেট) এবং 1 টেরাবাইট PCIe Gen4 NVMe TLC M.2 SSD স্টোরেজ পাওয়া যাবে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এইচপি ওমেন ট্রান্সসেন্ড 14 ল্যাপটপে টেম্পোরাল নয়েজ রিডাকশন এবং ইন্টিগ্রেটেড ডুয়াল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ এইচপি ট্রু ভিশন 1080 পিক্সেল ফুল এইচডি আইআর ক্যামেরা রয়েছে। আবার উন্নত সাউন্ড সরবরাহের জন্য এতে ইমারসিভ অডিও, ডিটিএস এক্স আল্ট্রা, হাইপার এক্স, ও এইচপি অডিও বুস্ট সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। ডিভাইসটি - ফুল সাইজ, 26-কি রোলওভার অ্যান্টি-ঘোস্টিং কী প্রযুক্তি যুক্ত 4-জোন আরজিবি ব্যাকলিট শ্যাডো ব্ল্যাক কীবোর্ড সহ এসেছে। এছাড়া এই ল্যাপটপের সাথে বান্ডেলড সফ্টওয়্যার হিসাবে ম্যাকফি অনলাইন প্রটেকশনের 30-দিনের ট্রায়াল, নতুন মাইক্রোসফ্ট 365 -এর 1 মাসের ট্রায়াল, 12 মাসের জন্য 25 জিবি ড্রপবক্স স্টোরেজ মিলবে৷
কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে সামিল রয়েছে ইন্টেল ওয়াই-ফাই 6ই, ব্লুটুথ 5.3, একটি Thunderbolt 4, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই 2.1 পোর্ট, এবং একটি হেডফোন/মাইক্রোফোন কম্বো জ্যাক৷ পাওয়ার ব্যাকআপের জন্য HP OMEN Transcend 14 ল্যাপটপে ব্যবহার করা হয়েছে 6 সেল 71 ওয়াট-আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টরের মাধ্যমে 140 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এর পরিমাপ 31.3x23.35x1.69 সেমি এবং ওজন 1.637 কেজি।