Google-এর সঙ্গে জুটি বেঁধে ভারতে ল্যাপটপ তৈরির সিদ্ধান্ত নিল HP, সোমবারেই কাজ শুরু, দাম কি তাহলে কমবে
ভারতের ল্যাপটপ মার্কেটে এইচপি (HP) একটি বড় নাম। ২০২০ সাল থেকে এদেশে পার্সোনাল কম্পিউটার স্থানীয়ভাবে উৎপাদন করছে তারা৷...ভারতের ল্যাপটপ মার্কেটে এইচপি (HP) একটি বড় নাম। ২০২০ সাল থেকে এদেশে পার্সোনাল কম্পিউটার স্থানীয়ভাবে উৎপাদন করছে তারা৷ বর্তমানে HP EliteBook, HP ProBook এবং HP G8-এর মতো ল্যাপটপ ভারতে তৈরি করছে সংস্থা৷ এছাড়াও কোম্পানিটি দেশে ডেস্কটপ মিনি টাওয়ার (MT), মিনি ডেস্কটপ (DM), স্মল ফর্ম ফ্যাক্টর (SFF) ডেস্কটপ এবং অল-ইন-ওয়ান (AIO)-এর মতো পার্সোনাল কম্পিউটারের বিভিন্ন মডেল বানায়। এবার সেই তালিকায় সাশ্রয়ী মূল্যের ক্রোমবুক (Chromebook) ল্যাপটপ যুক্ত করতে চলেছে এইচপি
HP অক্টোবর থেকে ভারতে ক্রোমবুকের উৎপাদন শুরু করবে
এইচপি সম্প্রতি গুগল (Google)-এর সাথে তাদের যৌথ প্রয়াসের বিষয়ে ঘোষণা করেছে, যার অধীনে কোম্পানিটি ভারতে ক্রোমবুক বানানো শুরু করবে। 'মেক ইন ইন্ডিয়া' এইচপি ক্রোমবুকের উৎপাদন চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরের ফ্লেক্স ফ্যাসিলিটিতে শুরু হবে। এটি সেই একই ফেসিলিটি, যেখানে এইচপি গত তিন বছর ধরে বিভিন্ন উইন্ডোজ ল্যাপটপ অ্যাসেম্বল করছে। এর সাথেই জানানো হয়েছে যে, নতুন ক্রোমবুকগুলির উৎপাদন আগামী ২ অক্টোবর, সোমবার থেকে শুরু হবে। তবে কোম্পানিটি এক বছরে কতগুলি ক্রোমবুক তৈরি করবে, তা এখনও জানায় নি।
এইচপি-র পার্সোনাল সিস্টেমস-এর সিনিয়র ডিরেক্টর বিক্রম বেদি বলেছেন, "ভারতে ক্রোমবুক ল্যাপটপ তৈরি করার ফলে এদেশের পড়ুয়ারা সাশ্রয়ী মূল্যে পার্সোনাল কম্পিউটার সহজে অ্যাক্সেস করতে পারবে। কোম্পানি তাদের উৎপাদন কার্যক্রমকে আরও সম্প্রসারিত করে, ভারত সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।"
জানিয়ে রাখি, ক্রোমবুক বহনযোগ্যতা এবং স্বল্প দামের কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এগুলির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ল্যাপটপগুলি দীর্ঘ সফ্টওয়্যার সাপোর্টের জন্য সুপরিচিত। চলতি মাসের শুরুতে, গুগল ঘোষণা করেছে যে সমস্ত ক্রোমবুক ১০ বছরের অটোমেটিক সফ্টওয়্যার আপডেট পাবে। এই নতুন আপডেট নীতি ২০২৪ থেকে কার্যকর হবে এবং ২০২১ বা তার পরে লঞ্চ হওয়া ক্রোমবুকগুলির জন্য প্রযোজ্য হবে৷
প্রসঙ্গত, HP Chromebook ভারতে একাধিক ডিসপ্লে আকার এবং ফর্ম ফ্যাক্টরের সাথে উপলব্ধ। ক্রেতারা ১১ ইঞ্চি, ১৩.৩ ইঞ্চি, ১৪ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সাইজের মধ্যেই থেকে নিজেদের পছন্দমত আকারটিকে বেছে নিতে পারেন। আবার দুটি ফর্ম ফ্যাক্টরও রয়েছে, একটি হল চিরাচরিত ল্যাপটপ স্টাইলের ক্রোমবুক এবং আরেকটি হল টু-ইন-ওয়ান কনভার্টিবল। ক্রোমবুকগুলির দাম সাধারণত ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যেই থাকে, তবে ক্রেতারা তাদের বাজেট এবং প্রয়োজনের ওপর নির্ভর করে দামী মডেলও কিনতে পারেন৷