HP Spectre x360: ভারতের প্রথম AI ফিচারযুক্ত ল্যাপটপ লঞ্চ হল, রয়েছে ট্রেন্ডিং ব্যাকলিট কীবোর্ড

আজ ভারতে লঞ্চ হল HP Specter x360 ল্যাপটপ। সংস্থাটি এতে এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে দাবি করেছে৷ আর এই ল্যাপটপ ১৪-ইঞ্চি এবং ১৬-ইঞ্চির ২.৮কে OLED…

আজ ভারতে লঞ্চ হল HP Specter x360 ল্যাপটপ। সংস্থাটি এতে এআই প্রযুক্তি ব্যবহার করেছে বলে দাবি করেছে৷ আর এই ল্যাপটপ ১৪-ইঞ্চি এবং ১৬-ইঞ্চির ২.৮কে OLED ডিসপ্লে প্যানেলের সাথে এসেছে। এতে এআই সংক্রান্ত কাজ করার জন্য ডেডিকেটেড ‘নিউরাল প্রসেসিং ইউনিট’ (NPU) এবং ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর আছে৷ এছাড়া HP Specter x360 ডিভাইসে – ব্যাকলিট কীবোর্ড, কোয়াড স্টেরিও স্পিকার ইউনিট, ১০০ ওয়াট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। প্রসঙ্গত HP গত মাসে আয়োজিত CES 2024 ইভেন্ট চলাকালীন এই ল্যাপটপের ঘোষণা করেছিল।

ভারতে HP Spectre x360 ল্যাপটপের দাম ও লভ্যতা

ভারতে এইচপি স্পেক্টর এক্স৩৬০ ল্যাপটপের ১৪-ইঞ্চি ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১,৬৪,৯৯৯ টাকা থেকে। এটি – নাইটফল ব্ল্যাক এবং স্লেট ব্লু কালার বিকল্পে কেনা যাবে। আবার উচ্চতর ১৬-ইঞ্চির ডিসপ্লে অপশনটি নূন্যতম ১,৭৯,৯৯৯ টাকা খরচ করে কেনা যাবে। এটি নাইটফল ব্ল্যাক কালারে পাওয়া যাবে। আগ্রহীরা এইচপি ওয়ার্ল্ড স্টোর, এইচপি অনলাইন স্টোর সহ দেশের সমস্ত নেতৃস্থানীয় রিটেল স্টোরের মাধ্যমে এই নয়া ল্যাপটপ কিনতে পারবেন।

HP Spectre x360 ল্যাপটপের স্পেসিফিকেশন

এইচপি স্পেক্টর এক্স৩৬০ ল্যাপটপে রয়েছে এজ-টু-এজ গ্লাস বা মাইক্রো-এজ সহ ১৪-ইঞ্চি/১৬-ইঞ্চির ২.৮কে (২৮৮০×১৮০০ পিক্সেল) OLED ডিসপ্লে, যা UWVA, লো ব্লু লাইট, এইচডিআর, ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং মাল্টি-টাচ সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে অপশনাল এনভিডিয়া আরটিএক্স ৪০৫০ জিপিইউ সহ ইন্টেল কোর আল্ট্রা ৫ ১২৫এইচ / ইন্টেল আল্ট্রা ৭ ১৫৫এইচ প্রসেসর এবং ইন্টেল আর্ক গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ১৬ জিবি / ৩২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি / ১ টেরাবাইট / ২ টেরাবাইট NVMe SSD মেমরি পাওয়া যাবে।

HP Spectre x360 ল্যাপটপ উইন্ডোজ ১১ হোম / প্রো অপারেটিং সিস্টেম চালিত, যার সাথে মাইক্রোসফ্ট অফিস সফ্টওয়্যার বান্ডেল হিসাবে দেওয়া হবে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ডিভাইসটি ব্যাকলিট কীবোর্ড এবং ডিটিএস: এক্স আল্ট্রা প্রযুক্তি সমর্থিত কোয়াড স্টেরিও স্পিকার সিস্টেমের সাথে এসেছে। কানেক্টিভিটি জন্য এতে – ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, একটি ইউএসবি টাইপ-এ পোর্ট, দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, এইচডিএমআই ২.১, এবং অডিও জ্যাক অন্তর্ভুক্ত। পরিশেষে এইচপি ব্র্যান্ডের এই নয়া ল্যাপটপে ৬৮ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।