Apple MacBook এর সস্তা বিকল্প নিয়ে হাজির হল Huawei, টাচ স্ক্রিন সহ কি নেই এই ল্যাপটপে
আজ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করলো Huawei MateBook X Pro 2024। সংস্থার তরফ থেকে এখনো এটির দাম এবং প্রাপ্যতার তথ্য প্রকাশ করা...আজ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করলো Huawei MateBook X Pro 2024। সংস্থার তরফ থেকে এখনো এটির দাম এবং প্রাপ্যতার তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এটি Apple MacBook Air মডেলের একটি সাশ্রয়ী বিকল্প হিসাবে লঞ্চ হয়েছে। Apple বিকশিত ল্যাপটপের তুলনায় দাম কম হলেও ডিভাইসটি কিন্তু একাধিক হাই-এন্ড ফিচার অফার করে। যেমন প্রিমিয়াম ডিজাইনের সাথে আসা এই ল্যাপটপে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইন্টেল মেটিওর লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া - টাচ-এনাবল OLED ডিসপ্লে, ২ টেরাবাইট স্টোরেজ, উন্নতির কুলিং সিস্টেমের মতো ফিচার পাওয়া যাবে।
প্রসঙ্গত মনে করা হচ্ছে, এটি চীনের বাইরেও কিছু নির্বাচিত আঞ্চলিক বাজারে উপলব্ধ হবে। চলুন বিস্তারিতভাবে Huawei MateBook X Pro 2024 ল্যাপটপের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Huawei MateBook X Pro 2024 ল্যাপটপের স্পেসিফিকেশন
প্রথমেই আসা যাক ডিজাইনের প্রসঙ্গে। নয়া Huawei MateBook X Pro 2024 ল্যাপটপের ওজন ৯৮০ গ্রাম। এটি তিনটি কালার বিকল্পে এসেছে, যথা - ব্ল্যাক, হোয়াইট, এবং মোরান্ডি ব্লু। এই ল্যাপটপে রয়েছে সিএনসি-মিলড ইউনিবডি চ্যাসি, যা ম্যাকবুক এয়ার দ্বারা অনুপ্রাণিত।
ফিচারের কথা বললে, স্লিক ডিজাইনের সাথে আসা Huawei MateBook X Pro 2024 ল্যাপটপে আছে ১৪.২-ইঞ্চির ৩.২কে টাচ-এনাবল OLED ডিসপ্লে, যা সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিট পিক ব্রাইটনেস এবং ডেল্টা E > 0.1 সমর্থন করে। এতে ইন্টেল মেটিওর লেক সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ডিভাইসটি - ইন্টেল কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ এবং ইন্টেল কোর আল্ট্রা ৭ ১৫৫এইচ প্রসেসর ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়া যাবে। এতে ইন্টেল আর্ক আই-জিপিইউ সমন্বিত। ল্যাপটপটি ৩২ জিবি পর্যন্ত র্যাম এবং ২ টেরাবাইট স্টোরেজ সহ পাওয়া যাবে।
Huawei MateBook X Pro 2024 ল্যাপটপের অভ্যন্তরীণ আর্কিটেকচার তিন-সেগমেন্টের পিসিবি (PCB) ডিজাইন ব্যবহার করে, যা মূল উপাদান বা কোর কম্পোনেন্টের এবং কুলিং ফ্যানগুলির জন্য অধিক জায়গা খালি করে।