শুরু হল ২০২৪ সালের সবচেয়ে পাতলা ও হালকা ১৪ ইঞ্চি OLED ল্যাপটপের সেল
ভারতে বিক্রি শুরু হল ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ল্যাপটপের। কয়েকদিন আগেই এটি ইনফিনিক্স জিরো ফ্লিপ স্মার্টফোনের...ভারতে বিক্রি শুরু হল ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ল্যাপটপের। কয়েকদিন আগেই এটি ইনফিনিক্স জিরো ফ্লিপ স্মার্টফোনের সাথে এদেশে এসেছে। আজ থেকে ল্যাপটপটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। ক্রেতারা এর সাথে ৩,২০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাবেন। ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস মডেলে ২.৮কে রেজোলিউশনের ডিসপ্লে, ইন্টেল কোর আই৫ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ উপস্থিত। আর এটি মাত্র ৪.৫মিমি পুরু এবং এর ওজন মাত্র ১ কেজি। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এটি ২০২৪ সালের সবচেয়ে পাতলা ও হালকা ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের ল্যাপটপ।
ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস দাম ও সেল অফার | Infinix INBook Air Pro+ Price and Availability
ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ভারতে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে, যার দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের মাধ্যমে ল্যাপটপটি কেনা যাবে। সেল অফার হিসেবে এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ৩,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস দুটি কালার ভ্যারিয়েন্টে এসেছে - ব্রাউন ও সিলভার। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ফিচার ও স্পেসিফিকেশন
ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে সহ এসেছে, যা ২.৮কে রেজোলিউশন, ৪৪০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর আই৫ ১৩৩৪ইউ প্রসেসর, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি স্টোরেজ উপস্থিত। এই ল্যাপটপে অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম অ্যালোয় ব্যবহার করা হয়েছে। এটি মাত্র ৪.৫মিমি পুরু এবং এর ওজন ১ কেজি। আর ইনফিনিক্সের এই ল্যাপটপে ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি উপলব্ধ। সাথে দেওয়া হয়েছে ফুল এইচডি প্লাস আইআর ওয়েব ক্যামেরা। আবার এতে ৫৭ ওয়াটআওয়ার ব্যাটারি পাওয়া যাবে, যা সারাদিন ব্যাকআপ দেবে। আর ইনফিনিক্স ইনবুক এয়ার প্রো প্লাস মডেলে ৬৫ ওয়াট টাইপ সি চার্জিং সাপোর্ট করবে।
ডিসপ্লে: ১৪ ইঞ্চি ওএলইডি স্ক্রিন, ২.৮ কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৪০ নিটস ব্রাইটনেস, ১০০% ডিসিআই-পি৩, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, <০.৫ এমএস রেসপন্স টাইম, আই কেয়ার।
প্রসেসর: ১৩-জেন ইন্টেল কোর আই ৫-১৩৩৪ ইউ এসওসি, ১০-কোর, ১২ থ্রেড, ৪.৬ গিগাহার্টজ সর্বাধিক ফ্রিকোয়েন্সি।
গ্রাফিক্স: ইন্টেল আইরিস এক্সই জিপিইউ।
র্যাম: ১৬ জিবি এলপিডিডিআর৪এক্স।
স্টোরেজ: ৫১২ জিবি এম.২ এনভিএমই এসএসডি।
সফটওয়্যার: উইন্ডোজ ১১।
কীবোর্ড এবং টাচপ্যাড: ব্যাকলিট কীবোর্ড, এজি গ্লাস টাচপ্যাড।
ক্যামেরা: এইচডি ওয়েবক্যাম।
অন্যান্য: উন্নত কুলিং সিস্টেম, ৭৯ ব্লেড, কোপাইলট কী।
পোর্ট: ২টি ইউএসবি টাইপ সি, ১টি এইচডিএমআই, ৩.৫ মিমি অডিও জ্যাক।
ব্যাটারি: ৫৭ ওয়াটআওয়ার, ৬৫ ওয়াট টাইপ সি ফাস্ট চার্জিং।