সস্তায় ভাল ল্যাপটপ খুঁজছেন? আপনার জন্য হাজির Infinix INBook Y2 Plus, কম পয়সায় সমস্ত ফিচার্স

ইনফিনিক্স আজ ভারতে সাশ্রয়ী মূল্যের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম Infinix INBook Y2 Plus। এটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া INBook Y1 Plus-এ…

ইনফিনিক্স আজ ভারতে সাশ্রয়ী মূল্যের একটি নতুন ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম Infinix INBook Y2 Plus। এটি গত ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া INBook Y1 Plus-এ আপগ্রেডে ভার্সন। নয়া ল্যাপটপটি একাদশ প্রজন্মের পাওয়ারফুল প্রসেররে চলে ও বিভিন্ন মেমরি অপশনে উপলব্ধ। Infinix INBook Y2 Plus-এ মিলবে এইচডি ডিসপ্লে, ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারি এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম। আসুন ইনফিনিক্সের এই ল্যাপটপটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Infinix INBook Y2 Plus-এর মূল্য এবং লভ্যতা

ভারতীয় বাজারে ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস-এর কোর আই৩, ৮ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৪৯০ টাকা। আর কোর আই৫, ১৬ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ৩৪,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি ব্লু, সিলভার এবং গ্রে কালার অপশনে পাওয়া যাবে। ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস ফ্লিপকার্ট (Flipkart)-এর মাধ্যমে এদেশে কেনার জন্য উপলব্ধ।

Infinix INBook Y2 Plus-এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস-এ বড় ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে, যা চোখের আরামের জন্য জন্য অ্যান্টি-গ্লেয়ার আবরণ সহ এসেছে। ডিসপ্লেটি ২৬০ নিট ব্রাইটনেস এবং ৬০% এনটিএসসি কালার গ্যামট অফার করে। দুই ধারের স্ক্রিনের বেজেলগুলিও বেশ স্লিম। আর ওপরের বেজেলে ভিডিও কলের জন্য ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইট সহ একটি এফএইচডি ওয়েবক্যাম রয়েছে। ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস শক্তিশালী ও আকর্ষণীয় অ্যালুমিনিয়াম বডির সাথে এসেছে। লিড জুড়ে স্লিক স্ট্রাইপ রয়েছে এবং কেন্দ্রে ইনফিনিক্সের লোগোটি দেখা যায়।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Infinix INBook Y2 Plus Intel Core i3-1115G4 (ডুয়েল-কোর, ফোর থ্রেড) এবং Intel Core i5-1155G7 (কোয়াড-কোর, এইট থ্রেড) প্রসেসর অপশনের সাথে এসেছে। সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ সাথে যুক্ত। নতুন এই ল্যাপটপটি উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে রান করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix INBook Y2 Plus ৫০ ওয়াটআওয়ারের ব্যাটারির সাথে এসেছে, যা ৬৫ ওয়াট টাইপ-সি চার্জিং সাপোর্ট করে৷ কোম্পানি দাবি করেছে যে, এই চার্জিং সাপোর্ট মাত্র ৬০ মিনিটের মধ্যে ব্যাটারি ৭৫% চার্জ পূর্ণ করতে পারে। প্রোডাক্টিভিটির জন্য, ল্যাপটপে রয়েছে ১.৫ মিলিমিটার কী ট্রাভেল এবং ৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম সহ ব্যাকলিট কীবোর্ড, সেইসাথে বড় ৬.৩৬ ইঞ্চির এজি (AG) গ্লাস টাচপ্যাড। এছাড়াও, Infinix INBook Y2 Plus-এ দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি এসডি কার্ড রিডার এবং একটি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে।