Inbook Y4 Max: বাজারে গেম-চেঞ্জার ল্যাপটপ আনছে Infinix, কী কী চমক থাকবে জেনে নিন

ইনফিনিক্স (Infinix) গত মাসে INBook Y2 Plus ল্যাপটপটি বাজারে এনেছে। আর এখন ব্র্যান্ডটি ভারতীয় বাজারে আরও একটি নতুন...
Ananya Sarkar 9 Jan 2024 7:21 PM IST

ইনফিনিক্স (Infinix) গত মাসে INBook Y2 Plus ল্যাপটপটি বাজারে এনেছে। আর এখন ব্র্যান্ডটি ভারতীয় বাজারে আরও একটি নতুন ল্যাপটপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে৷ যা Infinix INBOOK Y4 Max নামে আত্মপ্রকাশ করবে। কোম্পানি লঞ্চের আগে এই আসন্ন নোটবুকটির সম্পর্কে কিছু তথ্যও শেয়ার করেছে। ইনফিনিক্সের দাবি, এটি গেম-চেঞ্জার ল্যাপটপ হতে চলেছে। যদিও লঞ্চের তারিখটি এখনও অপ্রকাশিত রয়েছে, তবে এটি শীঘ্রই বাজারে পা রাখবে বলে আশা করা যায়। প্রসঙ্গত, ইনফিনিক্স আগামী ১৩ জানুয়ারি এদেশে Infinix Smart 8 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

Infinix INBOOK Y4 Max শীঘ্রই আসছে ভারতে

ইনফিনিক্স প্রকাশ করেছে যে ইনবুক ওয়াই৪ ম্যাক্স স্লিম বেজেল দ্বারা বেষ্টিত বড় ১৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এটি ফুলএইচডি রেজোলিউশন এবং ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। ল্যাপটপটি ৬০ শতাংশ এনটিএসসি (NTSC) ওয়াইড কালার গ্যামট সাপোর্ট করবে। এতে অ্যালুমিনিয়াম অ্যালয় চ্যাসিস থাকবে।

ইনফিনিক্স ইনবুক ওয়াই৪ ম্যাক্স একটি ব্যাকলিট কীবোর্ড এবং ৭.০৬ ইঞ্চির এজি গ্লাস টাচ প্যানেলের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি সিলভার এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে এবং লিডের ওপর ডুয়েল ফিনিশ ডিজাইন দেখা যাবে। তবে এগুলি ছাড়া, ইনফিনিক্স ইনবুক ওয়াই৪ ম্যাক্স-এর বাকি বিবরণ এই মুহূর্তে অজানাই রয়েছে। যদিও ব্র্যান্ড জানিয়েছে যে, এটি সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে ১৬ ইঞ্চির ল্যাপটপ সেগমেন্টে সত্যিকারের ‘গেম-চেঞ্জার’ হতে চলেছে।

জানিয়ে রাখি, সম্প্রতি লঞ্চ হওয়া Infinix INBook Y2-এ ১৫.৬ ইঞ্চির ফুলএইচডি ডিসপ্লে রয়েছে। এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশলাইট সহ একটি ফুলএইচডি ওয়েবক্যাম রয়েছে। ল্যাপটপটি একাদশ প্রজন্মের Intel Core i3 বা Core i5 প্রসেসর দ্বারা চালিত। এটি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। এতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। Infinix INBook Y2 ল্যাপটপটি উইন্ডোজ ১১ (Windows 11) অপারেটিং সিস্টেমে রান করে।

Show Full Article
Next Story