Jio Cloud Laptop: ১৫ হাজার টাকার কমে জিও ক্লাউড ল্যাপটপ শীঘ্রই বাজারে আসছে

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Relaince Jio এবার কম্পিউটারের বাজারে নিজের প্রভাব বিস্তার করতে চায। ইতিমধ্যেই এই টেলকোটি...
techgup 21 Nov 2023 12:17 PM IST

ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Relaince Jio এবার কম্পিউটারের বাজারে নিজের প্রভাব বিস্তার করতে চায। ইতিমধ্যেই এই টেলকোটি Jio Book নামে একটি ল্যাপটপ নিয়ে এসেছে, যার দাম মাত্র ১৪,৪৯৯ টাকা। যারা বিভিন্ন বেসিক ফিচারসহ সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ কিনতে চান, এটি তাদের জন্য উপযুক্ত।

তবে নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Jio একটি নতুন ল্যাপটপের উপর কাজ করছে, এটি ক্লাউড দ্বারা পরিচালিত হবে। সেই কারণে এটিকে "Dumb Terminal" নামে অভিহিত করা হয়েছে। সমস্ত প্রসেসিং এবং স্টোরেজ জিও ক্লাউডের মাধ্যমে সম্পন্ন হওয়ায় এতে পারফরম্যান্সের জন্য প্রসেসর এবং স্টোরেজ থাকবে না। আশা করা যায় এই কারণেই নতুন Jio Book ল্যাপটপের দাম সাধ্যের থাকবে, অর্থাৎ ১৫ হাজার টাকারও কম রাখা হবে। উল্লেখ্য, বর্তমানে জিও এই ক্লাউড পিসির জন্য HP Chromebook নিয়ে পরীক্ষা করছে

জিওর এই ল্যাপটপ কিনতে অত্যন্ত কম খরচ হলেও, ক্লাউড কম্পিউটিংকে অনুমতি দেবার জন্য একটি সাবস্ক্রিপশন চার্জ দিতে হবে। অনুমান করা হচ্ছে একটি পিসি একাধিক ব্যক্তি একাধিক সাবস্ক্রিপশন সহও ব্যবহার করতে পারবে। যেটা ভারতীয় বাজারে একদম নতুন সুবিধা। সংস্থার দাবি তাদের এই ক্লাউড পিসির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ভীষণ উপকৃত হতে পারে। কারণ, এটি প্রতিষ্ঠানের হার্ডওয়ার খরচ অনেক কমিয়ে দেবে।

এছাড়াও টেলিকম অপারেটরটি বলেছে, তারা সারাদেশে যে মোবাইল নেটওয়ার্ক এবং জিও ফাইবার পরিষেবা পৌঁছে দিয়েছে তার মাধ্যমেই জিও ক্লাউড ল্যাপটপ ব্যবহারকারীরা একটি দুর্দান্ত কানেকশনের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

যদিও, রিলায়েন্স জিও আনুষ্ঠানিকভাবে জিও ক্লাউড পরিচালিত এই জিও বুক ল্যাপটপের সম্পর্কে নিশ্চিত করে এখনও কিছু বলেনি। তবে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৫ তম এজিএম ইভেন্টের সময় এই ক্লাউড পিসি সম্পর্কে সংস্থার তরফ থেকে প্রথম আভাস দেওয়া হয়েছিল।

Show Full Article
Next Story