JioBook: এখন ল্যাপটপ কিনুন মাত্র 14 হাজারে! Dell, HP নয়, চমকের আরেক নাম মুকেশ আম্বানি
আজ প্রায় এক দশক হতে চলল ইন্ডিয়ান টেলিকম সেক্টরে আধিপত্য চালাচ্ছে Reliance Jio। এই সংস্থার হাত ধরে বদল এসেছে ব্রডব্যান্ড...আজ প্রায় এক দশক হতে চলল ইন্ডিয়ান টেলিকম সেক্টরে আধিপত্য চালাচ্ছে Reliance Jio। এই সংস্থার হাত ধরে বদল এসেছে ব্রডব্যান্ড সার্ভিসের ক্ষেত্রেও। আর শুধু পরিষেবার কথাই বলছি কেন, ভারতে মুকেশ আম্বানির Jio কোম্পানি অনেক ডিভাইসও বাজারে লঞ্চ করেছে। কখনও তারা লোকায়ত নাগরিকদের জন্য এনেছে 4G ফিচার ফোন, তো কখনও তাদের সবচেয়ে সস্তা অ্যান্ড্রয়েড স্মার্টফোন হইচই ফেলেছে। আবার আপনি যদি অতীব সস্তায় ল্যাপটপ কেনার পরিকল্পনায় থাকেন, তাহলেও Dell, HP বা Lenovo-র মতো জনপ্রিয় নামের বদলে Jio-ই আপনার কাজে আসবে। আসলে মুকেশ আম্বানি বেশ কিছু মাস আগে JioBook (2023) নামে ভারতের সবচেয়ে সস্তা 4G-এনাবেলড্ ল্যাপটপ লঞ্চ করেছিলেন। আর এখন এই ডিভাইসটিতে বিশাল ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, সাথে আছে ফ্রি ক্লাউড স্টোরেজ ও অ্যান্টি ভাইরাসের বেনিফিটও। তাই এই মুহূর্তে ল্যাপটপ কেনার হলে বেছে নিন JioBook, একটি বাজেট ফোনের দামেই কাজ হয়ে যাবে। আসুন তবে, দেখে নিই JioBook (2023)-এর বর্তমান দাম, অফার ও মূল স্পেসিফিকেশনসমূহ।
খরচ মাত্র ১৪ হাজার টাকা, কী অফার মিলছে JioBook-এ?
জিওবুক (২০২৩) ল্যাপটপ মডেলটির এমআরপি (MRP) ২৫,০০০ টাকা। লঞ্চের সময় এটি সরকারি ই-মার্কেটপ্লেসে ১৯,৫০০ টাকায় উপলব্ধ ছিল, পরে গত বছর এই ল্যাপটপ সবার জন্য ১৬,৪৯৯ টাকায় উপলব্ধ হয়। তবে এখন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট তথা অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-র মাধ্যমে আপনি এটি মাত্র ১৪,৭০১ টাকায় কিনতে পারবেন – সাথে থাকবে ৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট ও সর্বাধিক ১১,১০০ টাকার এক্সচেঞ্জ অফারও।
এত গেল দামের কথা, এই জিওবুক ল্যাপটপটি কিনলে কুইক হিল (Quick Heal)-এর অ্যান্টি ভাইরাস একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। আবার কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে ডিজিবক্স (Digiboxx)-এ ১০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ। এটি ১ বছরের ওয়ারেন্টির সাথে আসে।
JioBook (2023)-এর স্পেসিফিকেশন
জিওবুক (২০২৩) ল্যাপটপে ১১.৬ ইঞ্চি এইচডি (রেজোলিউশন ১৩৩৬×৭৬৮ পিক্সেল) অ্যান্টিগ্লেয়ার ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এমটি ৮৭৮৮ অক্টা-কোর প্রসেসর, যার সাথে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট মেমরি থাকবে। অন্যান্য ফিচারের কথা বললে, এটি ৮ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ, ৪জি এলটিই (LTE) কানেক্টিভিটি, স্টিরিও স্পিকার, ইনফিনিটি কীবোর্ড ইত্যাদি বিকল্প অফার করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ল্যাপটপটির ওজন মাত্র ৯৯০ গ্রাম; এর ধূসর এবং নীল – দুটি কালার ভ্যারিয়েন্ট আছে।