Laptop Under 10000: ১০ হাজার টাকার কমে নতুন HP ল্যাপটপ, কোথায় এমন সুযোগ

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এইচপি ক্রোমবুক (২০২৪) এর আসল দাম ৩৪,৫৫৪ টাকা দেখানো হয়েছে, তবে এটি প্রায় ৭০ শতাংশ ছাড়ের পরে ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।

Laptop Under 10000 Rupees Hp Cromebook Available On Flipkart

আপনি যদি নতুন ল্যাপটপ কিনতে চান কিন্তু বাজেটের কারণে পিছপা হচ্ছেন, তাহলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আপনার গন্তব্য হওয়া উচিত। ই-কমার্স সাইটটি এখন কম দামে ক্রোমবুক ল্যাপটপ কেনার সুযোগ দিচ্ছে। আজ্ঞে হ্যাঁ, ১১.৬-ইঞ্চি ডিসপ্লে সহ আসা এইচপি ক্রোমবুক (২০২৪) মডেলটি বাম্পার ডিসকাউন্টে এখন পাওয়া যাচ্ছে। ব্যাংক অফারের ফায়দা নিতে পারলে এটি ১৯ হাজার টাকারও কম দামে কেনা যাবে।

যাদের ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা, অনলাইনে পড়াশোনার বা অফিস-ওয়ার্কের মতো কাজ করতে হয় তাদের জন্য ক্রোমবুক খুবই উপযোগী। ভিডিও এডিটিং এবং হাই-এন্ড সফটওয়্যার ব্যবহারের জন্য যদি ল্যাপটপের প্রয়োজন না হয়, তাহলে ক্রোমবুক একটি ভালো বিকল্প।

এইচপি ক্রোমবুক (২০২৪) ল্যাপটপ ১০ হাজার টাকার কমে কেনা যাবে

ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এইচপি ক্রোমবুক (২০২৪) এর আসল দাম ৩৪,৫৫৪ টাকা দেখানো হয়েছে, তবে এটি প্রায় ৭০ শতাংশ ছাড়ের পরে ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের সাহায্যে পেমেন্টের ক্ষেত্রে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক এবং অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের সাথে ১০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন।

শুধু তাই নয়! পুরানো ডিভাইসের পরিবর্তে এইচপি ক্রোমবুক কিনতে চাইলে ১০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরনো ডিভাইসের মডেল ও অবস্থার ওপর।

এইচপি ক্রোমবুক (২০২৪) ল্যাপটপ এর ফিচার ও স্পেসিফিকেশন

এইচপি ক্রোমবুক (২০২৪) ল্যাপটপে আছে ১১.৬ ইঞ্চির এইচডি আইপিএস এন্ট্রি গ্লেয়ার ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ২২০ নিটস। ভাল পারফরম্যান্সের জন্য, এতে মিডিয়াটেক এমটি৮১৮৩ প্রসেসরের সাথে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইএমএমসি স্টোরেজ পাবেন। এটি ক্রোমওএসে চলে এবং এতে চারটি ইউএসবি পোর্ট উপস্থিত। এক বছরের ওয়ারেন্টিসহ আসা ডিভাইসটির ওজন মাত্র ১.৩৪ কেজি।