Laptop: বাজেট যদি হয় 40000 টাকা, দেখে নিন 16 জিবি পর্যন্ত র‌্যামের সেরা ল্যাপটপ

স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপও বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইসে পরিণত হয়েছে। কেননা এই পোর্টেবল গ্যাজেটটিকে...
SUMAN 3 April 2023 7:04 PM IST

স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপও বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইসে পরিণত হয়েছে। কেননা এই পোর্টেবল গ্যাজেটটিকে যেকোনো জায়গায় বহন করা যেমন সহজ, তেমনি এতে অফিসের কাজ করাও সম্ভব। এছাড়াও এখনকার সময়ে বহু মানুষ 'ওয়ার্ক-ফ্রম-হোম' কালচারের প্রতি আকৃষ্ট হয়ে অনলাইন ভিত্তিক চাকরি করতে এবং যুবসমাজ গেমিংকে নিজেদের পেশা বানানোর জন্য ল্যাপটপ কিনছেন। যদিও প্রাথমিক স্তরে একটি ল্যাপটপ কেনার জন্য অনেকেই বেশি টাকা খরচ করতে চায় না। এক্ষেত্রে আপনিও যদি এই দলে থাকেন, তবে আজ আমরা আপনাকে ৪০,০০০ টাকার কমে উপলব্ধ এমন কয়েকটি ল্যাপটপের খোঁজ দেব, যেগুলি দামের তুলনায় উন্নত পারফরম্যান্স, বেশি স্টোরেজ সহ বিবিধ প্রকারের সুবিধা অফার করবে। নিচে দাম সহ মডেলগুলির নামের তালিকা দেওয়া হল…

৪০,০০০ টাকার নিচে উপলব্ধ ল্যাপটপের তালিকা

Asus Vivobook Go 15 : ৩৯,৯৯৯ টাকা (আসুস ইন্ডিয়া ওয়েবসাইট)

আসুস ভিভোবুক গো ১৫ ল্যাপটপে ফুল এইচডি রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ১৫-ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। পারফরম্যান্সের জন্য এতে ৭তম প্রজন্মের কোয়াড-কোর এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ সিপিইউ এবং এএমডি রেডিয়ন গ্রাফিক্স থাকছে। স্টোরেজ হিসাবে এই আসুস ল্যাপটপে ৮ জিবি LPPDR5 র‍্যাম এবং ৫১২ জিবি M.2 NVMe PCIe 3.0 SSD পাওয়া যাবে। আর ডিভাইসটি লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

Infinix X1 Slim : ৩৮,৯৯০ টাকা (ফ্লিপকার্ট)

মেটাল বডির সাথে আসা ইনফিনিক্স এক্স১ স্লিম ল্যাপটপে ১৪-ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি ১০তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সহ এসেছে। স্টোরেজ হিসাবে আলোচ্য ডিভাইসে ১৬ জিবি LPDDR4X র‍্যাম এবং ৫১২ জিবি SSD পাওয়া যাবে। এরূপ স্টোরেজ কনফিগারেশন যুক্ত মডেল ৪০,০০০ টাকার প্রাইস সেগমেন্টের খুব কমই দেখতে পাওয়া যায়। যাইহোক, আপনি যদি ওয়েব ব্রাউজিং, সিনেমা দেখা বা হালকা গেমিংয়ের জন্য একটি ল্যাপটপ খুঁজে থাকেন তবে অত্যাধুনিক ডিজাইনের সাথে আসা এই ইনফিনিক্স ল্যাপটপটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

Realme Book (Slim) : ৩৫,৯৯০ টাকা (ফ্লিপকার্ট)

অ্যাপল ম্যাকবুকের (Apple MacBooks) অনুরূপ ডিজাইনের সাথে আসা রিয়েলমি বুক স্লিম ল্যাপটপ সরু বেজেল পরিবেষ্টিত ১৪-ইঞ্চির ২কে (২,১৬০x১,৪৪০ পিক্সেল) IPS ডিসপ্লে সহ এসেছে, যার - এসপেক্ট রেশিও ৩:২, এবং স্ক্রিন ব্রাইটনেস ৪০০ নিট পিক। দুর্দান্ত পারফরম্যান্স দিতে উক্ত মডেলটি ইন্টেল আইরিস এক্সই (Iris Xe) গ্রাফিক্স সহ ১১তম প্রজন্মের ইন্টেল চিপসেট দ্বারা চালিত হবে। এক্ষেত্রে, ল্যাপটপে ইন্টেল-কোর i5-1135G7 এবং ইন্টেল-কোর i3 প্রসেসর ভার্সন ব্যবহার করা হয়েছে। এতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি M.2 PCIe এসএসডি বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি বুক স্লিম ল্যাপটপে, ৫৪Whr ক্যাপাসিটির একটি ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট-চার্জিং এবং ৩২ ওয়াট ডার্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। রিয়েলমি তাদের এই ল্যাপটপকে, সিএনসি (CNC) স্যান্ডব্লাস্টিং অ্যানোডাইজিং সহ মেটাল ইউনিবডি ডিজাইনের সাথে নিয়ে এসেছে।

HP 14s : ৩৭,৪৯০ টাকা (ফ্লিপকার্ট)

এইচপি সংস্থার এই ল্যাপটপে ২৫০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত ১৪-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এটি ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৩ প্রসেসর সহ এসেছে। আর স্টোরেজ হিসাবে আলোচ্য মডেলে ৮ জিবি DDR4 র‌্যাম এবং ২৫৬ জিবি M.2 NVMe SSD পাওয়া যাবে। তবে এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি বর্ধিত করার সুবিধা পাবেন ইউজাররা। এছাড়া হ্যান্ডস-ফ্রি মোডে ডিভাইস পরিচালনার জন্য ডিভাইসে অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচারটিও বিদ্যমান রয়েছে। সর্বোপরি এইচপি ১৪এস ল্যাপটপটি বর্তমানে ফ্লিপকার্টে 'বেস্ট সেলার' হিসাবে অন্তর্ভুক্ত।

Lenovo IdeaPad Slim 3i : ৩৮,৯৯০ টাকা (লেনোভো ইন্ডিয়া ওয়েবসাইট)

লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই ল্যাপটপে দেখা যাবে ১৫.৬-ইঞ্চির ডিসপ্লে প্যানেল। উন্নত পারফরম্যান্স সরবরাহ করতে এতে ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আলোচ্য ডিভাইসে ৮ জিবি DDR4 র‌্যাম এবং ১ টেরাবাইট SSD M.2 2242 PCIe স্টোরেজ মিলবে। এই ল্যাপটপ উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল। আর অডিও ফ্রন্টের কথা বললে, এতে ডলবি অডিও সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম বিদ্যমান৷ সব মিলিয়ে এই ল্যাপটপ কম দামে অসাধারণ পারফরম্যান্স অফার করবে।

Show Full Article
Next Story