Lenovo 2024 ThinkBook 16+ Ryzen ল্যাপটপ আজ চীনে লঞ্চ হল। এতে রাইজেন ৮০০০ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ল্যাপটপে ১৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ২৪ জিবি র্যাম ও ৫১২ জিবি এসএসডি পাওয়া যাবে। আসুন এই ল্যাপটপের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Lenovo 2024 ThinkBook 16+ Ryzen এর দাম
Lenovo 2024 ThinkBook 16+ Ryzen ল্যাপটপের দাম রাখা হয়েছে ৫,২৯৯ ইউয়ান, যা প্রায় ৬৩,০০০ টাকার কাছাকাছি। এটি এই মুহূর্তে JD.com থেকে কেনা যাচ্ছে।
Lenovo 2024 ThinkBook 16+ Ryzen এর স্পেসিফিকেশন ও ফিচার
প্রথমেই বলি, লেনোভো ২০২৪ থিংকবুক ১৬ প্লাস রাইজেন ল্যাপটপ MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ এসেছে, যা নিশ্চিত করে এটি শক্তপোক্ত। এতে ১৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২৫৬০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এই ডিসপ্লে লো ব্লু লাইট সার্টিফিকেশন সহ এসেছে।
পারফরম্যান্সের জন্য Lenovo 2024 ThinkBook 16+ Ryzen ল্যাপটপে AMD Ryzen 7 8745H প্রসেসর, ২৪ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ইউএসবি-সি, ইউএসবি-এ, এইচডিএমআই ২.১, ইউএসবি৪, ইথারনেট ও মাইক্রোএসডি কার্ড রিডার।