এই বাজেটে সবচেয়ে দ্রুত ল্যাপটপ, Lenovo Legion Laptop সিরিজ Intel Raptor Lake প্রসেসর সহ লঞ্চ হল

Lenovo ২০ই মার্চ ভারতে Legion গেমিং ল্যাপটপ সিরিজের অধীনে একগুচ্ছ নতুন মডেল লঞ্চ করেছে। নবাগত এই লাইনআপে মোট চারটি মডেল অন্তর্ভুক্ত, যথা – Lenovo Legion…

Lenovo ২০ই মার্চ ভারতে Legion গেমিং ল্যাপটপ সিরিজের অধীনে একগুচ্ছ নতুন মডেল লঞ্চ করেছে। নবাগত এই লাইনআপে মোট চারটি মডেল অন্তর্ভুক্ত, যথা – Lenovo Legion 5i, Legion Pro 5i, Legion 7i এবং Legion Pro 7i। ল্যাপটপগুলি সর্বশেষ 14তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4090 জিপিইউ সহ এসেছে। আবার প্রত্যেকটি ডিভাইসেই ডেডিকেটেড AI চিপ এবং Lenovo Legion AI+ চিপ রয়েছে৷ এছাড়াও এই সিরিজ একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। চলুন এবার নয়া Lenovo Legion ল্যাপটপ সিরিজের দাম, প্রাপ্যতা এবং বিশেষত্ব সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Lenovo Legion ল্যাপটপ সিরিজের দাম ও লভ্যতা

এদেশের বাজারে নতুন লেনোভো লিজিয়ন ল্যাপটপ সিরিজের দাম শুরু হচ্ছে 1,29,990 টাকা থেকে। এই দাম Legion 5i মডেলের বেস ভ্যারিয়েন্টের। এছাড়া Legion Pro 5i, Legion 7i এবং Legion Pro 7i মডেল তিনটির প্রারম্ভিক মূল্য থাকছে যথাক্রমে 1,57,990 টাকা, 1,77,990 টাকা ও 3,24,990 টাকা।

আগ্রহীদের জানিয়ে রাখি, ল্যাপটপগুলি ইতিমধ্যেই ভারতে সংস্থার ওয়েবসাইট (Lenovo.com), লেনোভো এক্সক্লুসিভ স্টোর, পার্টনার ই-কমার্স পোর্টাল এবং অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ।

লঞ্চ অফারের অংশ হিসাবে ব্র্যান্ডটি, ক্রেতাদের জন্য ‘কাস্টমাইজ ইয়োর পিসি’ বিকল্পের সুবিধা নিয়ে এসেছে। এই বিকল্পের অধীনে ক্রেতারা চাহিদা অনুযায়ী তাদের নির্বাচিত গেমিং ল্যাপটপের – ডিসপ্লে, র‍্যাম, গ্রাফিক কার্ড, স্টোরেজ সহ অন্যান্য কনফিগারেশন কাস্টমাইজ করতে পারবেন। তবে আগেই জানিয়ে রাখি, এই অফারের লাভ শুধুমাত্র সংস্থার ওয়েবসাইট থেকেই তোলা যাবে এবং কাস্টমাইজ ল্যাপটপ অর্ডার করার এক মাসের মধ্যে ডেলিভারি করা হবে।

Lenovo Legion ল্যাপটপ সিরিজের স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন সিরিজের চারটি মডেলই জৈব পলিমার অ্যাকসেন্ট সহ পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম ডিজাইনের সাথে এসেছে। উক্ত সিরিজটি টিইউভি রাইনল্যান্ড সার্টিফায়েড 16-ইঞ্চি পিওর-সাইট ডিসপ্লে প্যানেল অফার করে, যা 2560×1600 পিক্সেল রেজোলিউশন, 240 হার্টজ রিফ্রেশ রেট, 3 এমএস/5 এমএস রেসপন্স টাইম, 100% আরজিবি কালার গ্যামেট, 500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, এবং এনভিডিয়া জি-স্ক্যান প্রযুক্তি সমর্থন করে। প্রত্যেকটি মডেলের ডিসপ্লেই ভিসা ডিসপ্লে এইচডিআর 400 এবং এক্স-রিট প্যান্টোন সার্টিফাইড এবং LA2-Q AI চিপ সহ এসেছে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য নবাগত এই লাইনআপে 14তম প্রজন্মের ইন্টেল কোর i9 14900HX প্রসেসর সহ LA1 এবং লেনোভো এআই ইঞ্জিন+ চিপ ব্যবহার করা হয়েছে। ডিভাইসগুলি 32 জিবি পর্যন্ত DDR5 র‍্যাম এবং সর্বোচ্চ 2 টেরাবাইট (2 x 1 টেরবাইট) PCIe SSD জেন 4 স্টোরেজ সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ 11 প্রো 64-বিট ভার্সন (সর্বোচ্চ) প্রি-লোডেড থাকছে।

লেনোভো ব্র্যান্ডিংয়ের এই লেটেস্ট ল্যাপটপ চারটিতে – 1.5 মিমি কী ট্র্যাভেল, পার-কি আরজিবি, 100% অ্যান্টি-ঘোস্টিং, স্যুইচেবল WASD, লিজিয়ন স্পেকট্রাম আরজিবি সফ্টওয়্যার সমর্থন যুক্ত লিজিয়ন ট্রু-স্ট্রাইক গেমিং কী-বোর্ড রয়েছে। ডিসপ্লের উপরিভাগে ইলেকট্রনিক শাটার ও টোবি হরাইজেন সমর্থিত ফুল এইচডি রেজোলিউশনের ওয়েব ক্যামেরা অবস্থিত। আবার কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে – ওয়াইফাই 6ই, ব্লুটুথ 5.1, চারটি ইউএসবি টাইপ-এ 3.2 জেন 1, দুটি ইউএসবি টাইপ-সি (3.2 জেন 1, PD ও ডিসপ্লে-পোর্ট), এইচডিএমআই 2.1, আরজে-45, একটি 3.5 মিমি অডিও জ্যাক, এবং ডিসি-ইন পোর্ট।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, প্রত্যেকটি ল্যাপটপেই – নাহিমিক অডিও ও ডলবি অ্যাটমস সমর্থিত 2 ওয়াটের ডুয়েল স্পিকার সিস্টেম, লিজিয়ন আলটিমেট সাপোর্ট, কোল্ডফ্রন্ট: হাইপারথার্মাল ম্যানেজমেন্ট আছে। সর্বোপরি ডিভাইসগুলির সাথে সম্পূর্ণ বিনামূল্যে 3 মাসের এক্স-বক্স গেম পাস আলটিমেট সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

এবার আসা যাক মডেলগুলির মধ্যে থাকা ফিচারগত বৈষম্যের প্রসঙ্গে। Lenovo Legion 7i মডেলে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4070 জিপিইউ এবং 80 ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি আছে। Lenovo Legion Pro 7i ল্যাপটপ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4090 জিপিইউ এবং 99.99 ওয়াট আওয়ার ব্যাটারির সাথে এসেছে। Lenovo Legion 5i মডেলের সাথে পাওয়া যাবে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স 4070 গ্রাফিক্স কার্ড ও 80 ওয়াট আওয়ার ক্যাপাসিটির ব্যাটারি। আবার Lenovo Legion Pro 5i গেমিং ল্যাপটপ এনভিডিয়ার জিফোর্স আরটিএক্স 4090 জিপিইউ এবং 99.99 ওয়াটের আওয়ার ক্যাপাসিটির ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। প্রত্যেকটি ল্যাপটপই মাত্র 30 মিনিটে 80% পর্যন্ত এবং 60 মিনিটে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম।

পরিশেষে Lenovo Legion 7i মডেলের পরিমাপ 363.4×262.15×25.9 মিমি এবং 2.8 কেজি থাকছে। Lenovo Legion Pro 7i ল্যাপটপের পরিমাপ হল 363.4×262.15×25.9 মিমি ও ওজন 2.8 কেজি। আবার Lenovo Legion 5i মডেলের পরিমাপ 363.4×260.4×26.75 মিমি এবং ওজনে এটি 2.5 কেজি। এছাড়া Lenovo Legion Pro 5i ল্যাপটপের পরিমাপ 363.4×260.4x 26.75 মিমি এবং এর ওজন 2.5 কেজি।