Lenovo Legion R7000P: বাজারে ঝড় তুলতে AI চালিত গেমিং ল্যাপটপ নিয়ে হাজির লেনোভো

Lenovo তাদের হোম-মার্কেটে একটি নতুন গেমিং ল্যাপটপের ঘোষণা করলো, যার নাম Lenovo Legion R7000P। এটি একটি প্রিমিয়াম...
SUMAN 16 March 2024 10:47 AM IST

Lenovo তাদের হোম-মার্কেটে একটি নতুন গেমিং ল্যাপটপের ঘোষণা করলো, যার নাম Lenovo Legion R7000P। এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইস, যা পূর্বসূরির তুলনায় একাধিক আপডেটেড ফিচার অফার করে। ডিভাইসটি - এএমডি রাইজেন ৭ ৮৮৪৫এইচ চিপসেট, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে প্যানেল, উন্নীত কুলিং সিস্টেম, নাহিমিক স্পিকার ইউনিট এবং এআই (AI) ফাংশনালিটির মতো একাধিক অ্যাডভান্স বৈশিষ্ট্যের সাথে এসেছে। আবার স্মুথ কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৬ই সংস্করণের সাপোর্ট পাওয়া যাবে। চলুন বিস্তারিত ভাবে Lenovo Legion R7000P গেমিং ল্যাপটপের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক…

Lenovo Legion R7000P গেমিং ল্যাপটপের স্পেসিফিকেশন

ভালো পারফরম্যান্স সরবরাহের জন্য লেনোভো লিজিয়ান আর৭০০০পি গেমিং ল্যাপটপে এএমডি রাইজেন ৭ ৮৮৪৫এইচ চিপসেট ব্যবহার করা হয়েছে। এই সিপিইউ মোট ৮টি কোর এবং ১৬টি থ্রেড সাপোর্ট করে, যেগুলির বেস ক্লক স্পিড ৩.৮ গিগাহার্টজ ও বুস্ট ক্লক স্পিড ৫.১ গিগাহার্টজ। ল্যাপটপটা এমপিইউ (NPU) অনবোর্ডের সাথে লঞ্চ হয়েছে, যা ৩৮টি TOPS পর্যন্ত এআই (AI) কার্যক্ষমতা প্রদানের অনুমতি দেয় এবং একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলির কর্মক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করে।

নবাগত Lenovo Legion R7000P গেমিং ল্যাপটপে রয়েছে ১৬-ইঞ্চির ডিসপ্লে প্যানেল, যা ২৫৬০×১৬০০ পিক্সেল রেজোলিউশন, ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৩এমএস রেসপন্স টাইম এবং ৩৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এটি ৮ জিবি ভি-র‍্যাম যুক্ত এনভিডিয়া আরটিএক্স ৪০৬০ মোবাইল জিপিইউ সহ এসেছে, যা সর্বোচ্চ ১৪০ ওয়াট পাওয়ার-ড্র সাপোর্ট করে। জানিয়ে রাখি এটি তুলনামূলক নিম্ন-স্তরের জিপিইউ ভার্সন। তাসত্ত্বেও এটি আধুনিক AAA এবং ভারী গেমিং টাইটেল রান করতে সক্ষম। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ল্যাপটপে দুটি ফ্যান এবং পাঁচটি হিট পাইপ সমন্বিত উন্নত কুলিং সিস্টেম রয়েছে। ভালো অডিও সরবরাহের জন্য নাহিমিক স্পিকার সিস্টেম এবং কানেক্টিভিটি বিকল্প হিসাবে ওয়াই-ফাই ৬ই পাওয়া যাবে। পরিশেষে উক্ত গেমিং ল্যাপটপে ৮০ ওয়াটআওয়ার ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি আছে।

Lenovo Legion R7000P গেমিং ল্যাপটপের দাম

Lenovo Legion R7000P গেমিং ল্যাপটপের দাম ৮,৩৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৯৬,০০০ টাকা) রাখা হয়েছে। এটি এখন অনলাইন চ্যানেলের মাধ্যমে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।

ডিভাইসটি ভারত সহ বিশ্ববাজারে কতদিনের মধ্যে লঞ্চ হবে তা এখনো নিশ্চিত করেনি লেনোভো।

Show Full Article
Next Story