AI ফিচার ও টাচ ডিসপ্লের সাথে লঞ্চ হল Lenovo Yoga Slim 7x ল্যাপটপ, ১৫ মিনিটের চার্জে চলবে ৩ ঘন্টা

লোনেভো ভারতে আজ Lenovo Yoga Slim 7x লঞ্চ করেছে। এটি CoPilot+ AI PC হিসাবে বিক্রি হবে।

Lenovo yoga slim 7x copilot plus ai pc with snapdragon x elite processor launched in india price specification

আপনি যদি AI নির্ভর ল্যাপটপ কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। আসলে লোনেভো ভারতে আজ Lenovo Yoga Slim 7x লঞ্চ করেছে। এটি CoPilot+ AI PC হিসাবে বিক্রি হবে। সংস্থাটি জানিয়েছে যে নতুন এই ল্যাপটপে কোপাইলট প্লাস এআই টুল, শক্তিশালী চিপসেট এবং দীর্ঘ ব্যাটারি লাইফ পাওয়া যাবে। লেনোভো ল্যাপটপটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স এলিট চিপসেট দ্বারা চালিত এবং এর সথে অ্যাড্রেনো জিপিইউ যুক্ত করা হয়েছে। এছাড়া লেনোভো যোগা স্লিম ৭এক্স ল্যাপটপে নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) রয়েছে, যা ল্যাপটপের এআই পারফরম্যান্সে সাহায্য করবে।

Lenovo Yoga Slim 7x ল্যাপটপের দাম ও উপলব্ধতা

ভারতে লেনোভো যোগ স্লিম ৭ এক্স এর দাম শুরু হয়েছে ১,৫০,৯৯০ টাকা থেকে। আর এটি কসমিক ব্লু কালারে এসেছে। ল্যাপটপটি লেনোভো ইন্ডিয়ার ওয়েবসাইট, লেনোভো এক্সক্লুসিভ স্টোর, ই-কমার্স সাইট এবং নির্বাচিত অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

লেনোভো যোগ স্লিম ৭ এক্স ল্যাপটপের স্পেসিফিকেশন ও ফিচার

লেনোভো যোগা স্লিম ৭ এক্স ল্যাপটপে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ১৪.৫ ইঞ্চি 3K (২৯৪৪x১৮৫০ পিক্সেল) ওলেড অ্যান্টি-গ্লেয়ার টাচ স্ক্রিন, যা ১,০০০ নিট পিক ব্রাইটনেস লেভেল, এইচডিআর৬০০ ট্রু ব্ল্যাক, টিইউভি রেইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন এবং ডলবি ভিশন সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এক্স এলিট এক্স১ই-৩২ই-৩২-৭৮-১০০ প্রসেসর, কোয়ালকম অ্যাড্রেনো জিপিইউ। ল্যাপটপটি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ১ টেরাবাইট পিসিআইই জেন ১০০ এসএসডি স্টোরেজ ও উইন্ডোজ ১১ হোমে অপারেটিং সিস্টেম সহ এসেছে।

এদিকে লেনোভোর যোগ স্লিম ৭ এক্স ল্যাপটপে কোয়ালকমের হেক্সাগন এনপিইউ পাওয়া যাবে, যা স্ন্যাপড্রাগন এক্স এলিট চিপসেটের অংশ। এতে কোপাইলট + এর সাথে টেক্সট-টু-ইমেজ কনভার্ট, টেক্সট ক্রিয়েশন, উন্নত ফটো এবং ভিডিও এডিটিং ইত্যাদি এআই ফিচার সাপোর্ট করবে।

লেনোভো যোগ স্লিম ৭ এক্স ল্যাপটপে আছে ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি আছে এবং বক্সের মধ্যে ৬৫ ওয়াট অ্যাডাপ্টর পাওয়া যাবে। এতে র‌্যাপিড চার্জ এক্সপ্রেস প্রযুক্তি সাপোর্ট করে, যারফলে ১৫ মিনিটের চার্জে ল্যাপটপটি ৩ ঘন্টা পর্যন্ত চলবে বলে লেনোভো দাবি করেছে। আর এতে ফুল এইচডি (১০৮০পি) ওয়েবক্যাম এবং চারটি স্পিকার রয়েছে। এই ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৩।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন