মেক ইন ইন্ডিয়া অভিযানে সাড়া দিল তাইওয়ানের MSI, ভারতে তৈরি হবে আধুনিক ল্যাপটপ

গেমিং ও ব্যবসায়িক কাজের জন্য ল্যাপটপ বানায় তাইওয়ানের মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল বা MSI। এবার সেই কোম্পানি ভারতে Modern 14 এবং Thin 15 ল্যাপটপের উৎপাদন শুরু করল।

Suvrodeep Chakraborty 18 Dec 2024 4:52 PM IST

ভারতে পা রাখল আরও এক বিদেশি কোম্পানি। তাইওয়ানের MSI বা মাইক্রো স্টার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে দেশে ল্যাপটপ উৎপাদনের ঘোষণা করা হয়েছে। চেন্নাইয়ে এদিন শুরু হল উৎপাদন। “মেক ইন ইন্ডিয়া” অভিযানের অধীনে Modern 14 এবং Thin 15 নামের দুটি ল্যাপটপ তৈরি করবে কোম্পানি।

দেশের ক্রমবর্ধমান প্রযুক্তি খাতের প্রতি MSI-এর প্রতিশ্রুতি এবং উৎপাদন ক্ষমতার প্রতি যে আস্থা রয়েছে, তা প্রতিফলিত করে। কোম্পানিটি ক্রোমা এবং রিলায়েন্স রিটেলের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ভারতে খুচরো ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করেছে। লক্ষ্য, দেশব্যাপী ক্রেতাদের কাছে পণ্যগুলিকে আরও গ্রহণযোগ্য করে তোলা।

MSI ভারতের এনবি জেনারেল ম্যানেজার জন হাং জানিয়েছেন, “Modern 14 এবং Thin 15 মডেলের উৎপাদন শুরু করার মাধ্যমে, আমরা শুধুমাত্র MSI-এর পণ্যগুলিকে আরও গ্রহণযোগ্য করে তুলছি তাই না, বরং ভারতীয় ক্রেতাদের চাহিদার মতো উন্নত পারফরম্যান্স-সহ উদ্ভাবনী প্রযুক্তি সরবরাহ করার জন্য আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছি।”

তিনি আরও জানান, “ভারত দীর্ঘকাল ধরে MSI-এর অগ্রাধিকারে রয়েছে। উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন ল্যাপটপের জন্য দেশের ক্রমবর্ধমান চাহিদা স্থানীয়ভাবে উৎপাদন শুরু করার আমাদের সিদ্ধান্তের অবিচ্ছেদ্য অঙ্গ। এই পরিকল্পনা প্রচুর সুযোগ তৈরি করবে।”

MSI ল্যাপটপগুলির সম্ভাব্য দাম

জানা গিয়েছে, MSI এর মডার্ন 15 ল্যাপটপ সিরিজটির দাম ৫২,৯৯০ টাকা থেকে শুরু হবে। এগুলি দৈনন্দিন কাজ এবং সৃজনশীল প্রকল্পগুলির জন্য একাধিক বৈশিষ্ট্য সহ আসবে। থাকবে পোর্টেবল ডিজাইন।

অন্যদিকে, MSI থিন সিরিজটির দাম শুরু হবে ৭৩,৯৯০ টাকা থেকে। এটি গেমার এবং ক্রিয়েটরদের জন্য পারফরম্যান্স এবং নির্ভরশীলতার উপর মনোনিবেশ করে ডিজাইন করা হয়েছে।

Show Full Article
Next Story