একবার চার্জে চলবে 19 ঘন্টা, Redmi Book 16 2025 ল্যাপটপ শীঘ্রই লঞ্চ হচ্ছে
Redmi Book 16 2024-এ 16 ইঞ্চি 2.5K (2560x1600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 400 নিটস ব্রাইটনেস লেভেল, 16:10 অ্যাসপেক্ট রেশিও এবং ডলবি ভিশন সাপোর্ট করে।
শাওমি চীনে তাদের নতুন ল্যাপটপ Redmi Book 16 2025 লঞ্চ করতে চলেছে। এটি Redmi Book 16 2024-এর উত্তরসূরি হিসেবে আসবে, যা 2023 সালের নভেম্বরে বাজারে এসেছিল। তবে শাওমি এই মুহূর্তে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানায়নি। যদিও এর কিছু ফিচার টিজ করা হয়েছে। এই ল্যাপটপে ইন্টেল কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। লঞ্চের আগে এখন Redmi Book 16 2025 এর প্রি-বুকিংও শুরু হয়েছে। সংস্থার দাবি, ফুল চার্জে ল্যাপটপটি 19 ঘণ্টারও বেশি সময় ধরে চলবে।
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi Book 16 2025
গ্যাজেটস ৩৬০-এর রিপোর্ট অনুযায়ী, চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে রেডমি বুক 16 2025 এর টিজার প্রকাশ করেছে শাওমি। টিজার অনুসারে, এটি শাওমি হাইপারওএস 2 অপারেটিং সিস্টেমে চলবে এবং শাওমি পেংপাই জিলিয়ান ইকোসিস্টেমের সাথে আরও ভালভাবে কাজ করবে।
এই ল্যাপটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার ব্যবহার করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যাবে, যেমন এআই শিডিউলিং। এই কারণে কোম্পানি দাবি করেছে যে ল্যাপটপটি একবার চার্জে 19 ঘন্টারও বেশি সময় ধরে চলতে পারবে।
এছাড়া Redmi Book 16 2025-এ 47W এর থার্মাল ডিজাইন পাওয়ার (TDP) সহ ইন্টেল কোর প্রসেসর থাকবে, যদিও চিপসেট সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে আশা করা যায় এর ফিচার Redmi Book 16 2024 এর মতো হবে।
Redmi Book 16 2024 এর স্পেসিফিকেশন
আগের মডেল অর্থাৎ Redmi Book 16 2024-এ 16 ইঞ্চি 2.5K (2560x1600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 400 নিটস ব্রাইটনেস লেভেল, 16:10 অ্যাসপেক্ট রেশিও এবং ডলবি ভিশন সাপোর্ট করে। এই ল্যাপটপে আছে 13তম প্রজন্মের ইন্টেল কোর আই5-13500এইচ চিপসেট, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স, 16 জিবি এলপিডিডিআর5 র্যাম এবং 1 টিবি পর্যন্ত পিসিআইই 4.0 এসএসডি স্টোরেজ। এটি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে চলে।
এই ল্যাপটপে ব্যাকলিট কিবোর্ডও আছে, আর পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এটিতে 1080P ওয়েবক্যাম, কোয়াড মাইক্রোফোন সেটআপ এবং ডুয়েল 2W স্পিকার রয়েছে। Redmi Book 16 2024 ল্যাপটপে 100W GaN ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 72Wh ব্যাটারি পাওয়া যাবে।
Redmi Book 16 2024-এ 16 ইঞ্চি 2.5K (2560x1600 পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 400 নিটস ব্রাইটনেস লেভেল, 16:10 অ্যাসপেক্ট রেশিও এবং ডলবি ভিশন সাপোর্ট করে।