Reliance আনছে 4G JioBook ল্যাপটপ, দাম হবে ১৫ হাজার টাকার কম
বিগত কিছু মাস ধরেই জল্পনা চলছে যে, রিলায়েন্স জিও (Reliance Jio) একটি নতুন বাজেট রেঞ্জের ল্যাপটপের ওপর কাজ করছে, যা...বিগত কিছু মাস ধরেই জল্পনা চলছে যে, রিলায়েন্স জিও (Reliance Jio) একটি নতুন বাজেট রেঞ্জের ল্যাপটপের ওপর কাজ করছে, যা এলটিই (LTE) সংযোগ সাপোর্ট করবে। আর এখন একটি নতুন রিপোর্টে ৪জি-কানেক্টিভিটি যুক্ত Reliance JioBook নোটবুকের লঞ্চের টাইমলাইনের পাশাপাশি এর সম্ভাব্য মূল্যও প্রকাশ করা হয়েছে। চলুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Reliance JioBook বাজারে আসতে পারে ২০২২-এই
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় কোম্পানি রিলায়েন্স এদেশে তাদের নতুন জিও ব্র্যান্ডের ল্যাপটপটি ১৫,০০০ টাকার কমে লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ল্যাপটপটিকে জিওবুক বলা হবে এবং রিলায়েন্স আসন্ন নোটবুকটির জন্য চিপসেট মেকার কোয়ালকম (Qualcomm) এবং মাইক্রোসফ্ট (Microsoft)-এর সাথে অংশীদারিত্ব করবে বলে জানা গেছে। রিলায়েন্স জিওবুক-এ কোয়ালকমের একটি চিপ ব্যবহার করা হবে এবং মাইক্রোসফ্ট এতে অ্যাপ্লিকেশনের জন্য সাপোর্ট প্রদান করবে।
উল্লেখযোগ্যভাবে, রিপোর্টে আরও বলা হয়েছে যে নতুন জিওবুক ল্যাপটপটি এমাসের শেষের দিকে এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য লঞ্চ করা হবে। অর্থাৎ, নতুন ল্যাপটপটি প্রাথমিকভাবে শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের জন্য উপলব্ধ হবে। অন্যদিকে, ডিভাইসটি আগামী তিন মাসের মধ্যে গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে উপলব্ধ হবে। সুতরাং, চলতি বছরের শেষ নাগাদ ডিভাইসটি লঞ্চ হবে। যদিও রিলায়েন্সের তরফ থেকে এই নয়া ল্যাপটপটির লঞ্চ সম্পর্কে কোনও তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।
তবে, যেহেতু এটি এখনও একটি অসমর্থিত রিপোর্ট, তাই এই তথ্যগুলি কতটা সত্যি হয়, তা সময়ই বলতে পারবে। উল্লেখযোগ্যভাবে, একটি সূত্র মারফৎ জানা গেছে যে, আগামী বছরের মার্চের মধ্যে "হাজার হাজার" ইউনিট বিক্রি করার লক্ষ্যে, ভারতে স্থানীয়ভাবে Reliance JioBook কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ফ্লেক্স দ্বারা তৈরি করা হবে। এই ল্যাপটপটি জিও-এর মালিকানাধীন জিওওএস (JioOS) অপারেটিং সিস্টেমে চলবে এবং অ্যাপগুলি জিওস্টোর (JioStore) থেকে ডাউনলোড করা যাবে।