লঞ্চ হল Samsung Galaxy Book 5 Pro 360 ল্যাপটপ। এটি দক্ষিণ কোরিয়ার সংস্থার প্রথম গ্যালাক্সি বুক 5 সিরিজের ডিভাইস। পাশাপাশি এতে প্রথমবার কোপাইলট + পিসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy Book 5 Pro 360 ল্যাপটপে পাওয়া যাবে 32 জিবি পর্যন্ত র্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। আবার এর রিটেল বক্সে দেওয়া হয়েছে পেন, যা ল্যাপটপে ব্যবহার করা যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Book 5 Pro 360 ল্যাপটপের দাম
স্যামসাং গ্যালাক্সি বুক 5 প্রো 360 এর 16 জিবি + 512 জিবি এর দাম 1,699 পাউন্ড (প্রায় 1,87,060 টাকা), যখন 32 + 1 টিবি এর দাম 1,899 পাউন্ড ( প্রায় 2,09,080 টাকা)।
আরও পড়ুন : বাজার কাঁপাবে OnePlus Ace 5 সিরিজ, থাকবে 6,000mah সিলিকন ব্যাটারি এবং সুপারফাস্ট প্রসেসর
ল্যাপটপটি আপাতত প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এটি গ্রে ও সিলভার কালারে এসেছে। এই মাস থেকে কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে Samsung.com থেকে ল্যাপটপটি কেনা যাবে।
Samsung Galaxy Book 5 Pro 360 এর বেসিক স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি বুক 5 প্রো 360 ল্যাপটপে WQXGA+ রেজোলিউশনের (2880×1800 পিক্সেল) 16.0-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে আছে। এটি ভিশন বুস্টার প্রযুক্তির সাথে 500 নিটস এইচডিআর ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট দেবে।
এই ল্যাপটপের পরামাপ 355.4×252.2×12.8 মিমি এবং এর ওজন মাত্র 1.69 কেজি। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর (সিরিজ ২) এবং ইন্টেল এআরসি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
এদিকে Samsung Galaxy Book 5 Pro 360 ল্যাপটপে পাওয়া যাবে 100টির বেশি অ্যাপের মাধ্যমে 300 এর বেশি AI ফিচার, যা প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, গেমিং এবং এন্টারটেইনমেন্ট প্রভৃতির কাজে আসবে। এতে 32 জিবি পর্যন্ত মেমরি এবং 512 জিবি বা 1 টিবি স্টোরেজ রয়েছে।
আরও পড়ুন : 3,000 টাকা ছাড়ে কিনে ফেলুন Vivo T3 Pro 5G, খুশি করবে ফোনের ক্যামেরা ও ব্যাটারি
স্যামসাংয়ের নতুন ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ব্লুটুথ ভি 5.4, ওয়াই-ফাই 7, ইউএসবি-এ (3.2), এইচডিএমআই 2.1, দুটি থান্ডারবোল্ট 4 পোর্ট, একটি মাইক্রো এসডি স্লট এবং একটি হেডফোন আউট / মাইক্রোফোন-ইন কম্বো অন্তর্ভুক্ত রয়েছে।
পাওয়ার ব্যাকআপের কথা বললে, এতে 76Wh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65 ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি 25 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।