স্যামসাং লঞ্চ করল AI ফিচার সহ টাচ স্ক্রিন ল্যাপটপ, ফুল চার্জে চলবে 25 ঘন্টা
স্যামসাং গ্যালাক্সি বুক 5 প্রো দুটি ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে - 14 ইঞ্চি এবং 16-ইঞ্চি। এতে অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ সহ AMOLED 2X টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে ভিশন বুস্টার ফিচার সাপোর্ট করে।
স্যামসাং চলতি বছরের শুরুতে স্মার্টফোনের জন্য গ্যালাক্সি এআই লঞ্চ করে স্মার্টফোন বাজারে সাড়া ফেলে দিয়েছিল এবং এখন সংস্থাটি Galaxy AI সহ একটি ল্যাপটপ লঞ্চ করল। যারনাম Samsung Galaxy Book 5 Pro। এই লেটেস্ট ল্যাপটপটি গ্যালাক্সি বুক 5 সিরিজের অংশ। এতে রয়েছে নতুন ইন্টেল কোর আল্ট্রা সিরিজ 2 প্রসেসর (লুনার লেক নামে পরিচিত), ডায়নামিক অ্যামোলেড 2X ডিসপ্লে এবং থান্ডারবোল্ট 4 পোর্ট। এই ল্যাপটপে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার সাপোর্ট করে।
দুই রঙে এসেছে Samsung Galaxy Book 5 Pro ল্যাপটপ
স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি বুক 5 প্রো 2 জানুয়ারি থেকে দক্ষিণ কোরিয়া পাওয়া যাবে। এরজন্য আগে সাইন আপ করতে হবে এবং এখান থেকেই সেলের তারিখ ও লঞ্চ অফার সম্পর্কে জানা যাবে। ল্যাপটপটি গ্রে এবং সিলভার এই দুটি কালার ভ্যারিয়েন্টে এসেছে।
টাচস্ক্রিন ডিসপ্লে এবং দুটি ডিসপ্লে সাইজ
স্যামসাং গ্যালাক্সি বুক 5 প্রো দুটি ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে - 14 ইঞ্চি এবং 16-ইঞ্চি। এতে অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ সহ AMOLED 2X টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে ভিশন বুস্টার ফিচার সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য স্যামসাংয়ের নতুন ল্যাপটপে ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর সিরিজ 2 (কোডনেম লুনার লেক) এর পাশাপাশি ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) রয়েছে, যা প্রতি সেকেন্ডে 47 ট্রিলিয়ন অপারেশন (টপস) সাপোর্ট করে।
ল্যাপটপে অনেক এআই ফিচার রয়েছে
এনপিইউ এর মাধ্যমে নয়া ল্যাপটপে অন-ডিভাইস এআই ফিচার সাপোর্ট করবে। গ্যালাক্সি বুক 5 প্রো ল্যাপটপে মাইক্রোসফ্ট কোপাইলট প্লাস পিসি এবং স্যামসাংয়ের গ্যালাক্সি এআই স্যুটও উপস্থিত। ফলে একাধিক এআই ফিচারের স্বাদ নেওয়া যাবে এই গ্যাজেটে, যার মধ্যে উল্লেখযোগ্য, সার্কেল টু সার্চ।
সম্পূর্ণ চার্জে 25 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ
স্যামসাং গ্যালাক্সি বুক 5 প্রো মডেলে স্ট্যাগার্ড এইচডিআর প্রযুক্তি, কোয়াড স্পিকার সেটআপ এবং ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ওয়েবক্যাম রয়েছে। ল্যাপটপটি দীর্ঘ ব্যাটারি লাইফও অফার করবে, ফুল চার্জে এটি 25 ঘন্টা অবধি চলবে বলে সংস্থাটি দাবি করেছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে থান্ডারবোল্ট 4, এইচডিএমআই 2.1, ইউএসবি টাইপ-এ পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোএসডি কার্ড রিডারের মতো বিকল্প।
স্যামসাং গ্যালাক্সি বুক 5 প্রো দুটি ডিসপ্লে সাইজে লঞ্চ হয়েছে - 14 ইঞ্চি এবং 16-ইঞ্চি। এতে অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ সহ AMOLED 2X টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লে ভিশন বুস্টার ফিচার সাপোর্ট করে।