Apple MacBook এর মতো ডিজাইন আর ইন্টেল i7 প্রসেসরের সাথে ভারতে আসছে Tecno MegaBook T1 ল্যাপটপ

গত আগস্ট মাসে Pova 5 স্মার্টফোন সিরিজের জন্য আয়োজিত লঞ্চ ইভেন্ট চলাকালীন Tecno, ভারতে লঞ্চ হতে চলা তাদের প্রথম ল্যাপটপের...
SUPARNA 7 Sept 2023 8:04 AM IST

গত আগস্ট মাসে Pova 5 স্মার্টফোন সিরিজের জন্য আয়োজিত লঞ্চ ইভেন্ট চলাকালীন Tecno, ভারতে লঞ্চ হতে চলা তাদের প্রথম ল্যাপটপের এক ঝলক দেখিয়েছিল। আর আজ সংস্থাটি স্বয়ং ঘোষণা করেছে যে, MegaBook T1 নামের এই ল্যাপটপ খুব শীঘ্রই এদেশে কেনার জন্য উপলব্ধ হবে। যদিও ডিভাইসটির আনুষ্ঠানিক লঞ্চ বা বিক্রয়ের তারিখ এখনো প্রকাশ্যে আনা হয়নি। তবে এই ল্যাপটপের ফিচার সম্পর্কে ইতিমধ্যেই জানিয়েছে Tecno।

প্রসঙ্গত, এই কম্পিউটিং ডিভাইসটিকে সর্বপ্রথম IFA 2022 টেক শোতে উন্মোচিত করা হয়েছিল এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি আঞ্চলিক বাজারে এই ল্যাপটপকে লঞ্চও করা হয়েছে। এবার এটি ভারতেও আসছে।

খুব শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করবে Tecno MegaBook T1

ভারতে আত্মপ্রকাশ করতে চলা টেকনো মেগাবুক টি১ -এর যাবতীয় স্পেসিফিকেশন অন্যান্য অঞ্চলে বিক্রি হওয়া সংস্করণের অনুরূপ থাকবে। এক্ষেত্রে, উক্ত নোটবুকে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ডিজাইন নজরে পড়বে। ডিভাইসটি ১৫.৬-ইঞ্চির LCD ডিসপ্লে প্যানেলের সাথে আসবে, যা ফুল এইচডি রেজোলিউশন, ৩৫০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করবে।

আসন্ন Tecno MegaBook T1 ল্যাপটপে কানেক্টিভিটির জন্য - ওয়াই-ফাই ৬, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি ৩.১ পোর্ট, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে টেকনো ব্র্যান্ডের এই নয়া ল্যাপটপে ৭০Whr ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। আর পারফরম্যান্সের জন্য ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৩, কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর ভ্যারিয়েন্ট থাকছে।

প্রসঙ্গত, গত মাসে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড অফ টেকনোলজি' ইভেন্টে টেকনো তাদের এই আসন্ন ল্যাপটপকে ভারতের বাজারে কতগুলি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে তা নিশ্চিত করেছিল। জানা গেছে টেকনো মেগাবুক টি১ লঞ্চ পরবর্তী সময়ে মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, এগুলি হল -

  • ১১তম প্রজন্মের ইন্টেল Core i3 চিপসেট + ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ,
  • ১১তম প্রজন্মের ইন্টেল i5 চিপসেট + ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ,
  • ১১তম প্রজন্মের ইন্টেল Core i7 চিপসেট + ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ।

আলোচ্য নোটবুকটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে সামিল রয়েছে - একটি ব্যাকলিট কীবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম, একটি টিএফ কার্ড রিডার স্লট, সেফটি লক এবং ডুয়াল স্পিকার সিস্টেম। এছাড়া এতে ব্যবহৃত ব্যাটারি ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

টেকনো নিশ্চিত করেছে যে, ভারতে লঞ্চ হতে চলা তাদের প্রথম ল্যাপটপ অর্থাৎ Tecno MegaBook T1 -কে খুব শীঘ্রই একটি বিশেষ 'আর্লি বার্ড' সেলের মাধ্যমে বিক্রি করা হবে। সর্বোপরি একাধিক আকর্ষণীয় লঞ্চ অফারও উপলব্ধ থাকবে। যদিও দাম সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে আসেনি।

Show Full Article
Next Story