16 জিবি র‌্যামের সাথে 17 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, Tecno Megabook T1 ল্যাপটপ জবরদস্ত ফিচার সহ ভারতে লঞ্চ হল

Tecno সম্প্রতি ভারতের বাজারে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। যার মধ্যে Tecno Megabook T1 নামের একটি নতুন ল্যাপটপও...
SUPARNA 12 Aug 2023 3:59 PM IST

Tecno সম্প্রতি ভারতের বাজারে একগুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। যার মধ্যে Tecno Megabook T1 নামের একটি নতুন ল্যাপটপও সামিল রয়েছে। এটি মোট তিনটি চিপসেট তথা স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং একাধিক দুর্দান্ত ফিচারের সাথে এসেছে। Tecno Megabook T1 ল্যাপটপে ১৫.৬-ইঞ্চির FHD IPS ডিসপ্লে মিলবে। পাশাপাশি আলোচ্য মডেলে - ১১তম প্রজন্মের ইন্টেল core i7 পর্যন্ত চিপসেট, সর্বাধিক ১ টেরাবাইট স্টোরেজ, ওয়েবক্যাম, ডুয়েল স্পিকার সিস্টেম, এবং শক্তিশালী ব্যাটারি বিদ্যমান থাকছে। আবার সিকিউরিটি ফিচার হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও মিলবে। চলুন Tecno Megabook T1 ল্যাপটপের দাম এবং বিশেষত্ব সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক…

Tecno Megabook T1 এর স্পেসিফিকেশন

টেকনো মেগাবুক টি১ ল্যাপটপে ১৫.৬-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে প্যানেল টিইউভি রাইনল্যান্ড আই কনফর্ট সার্টিফিকেশন প্রাপ্ত এবং ৩৫০ নিট পিক ব্রাইটনেস , ১০০% sRGB কালার গ্যামেট ও অ্যাডাপটিভ ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য এতে ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ ওএস প্রি-লোডেড থাকছে। আর ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ পাওয়া যাবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, টেকনো ব্র্যান্ডিংয়ের এই ল্যাপটপে ডিটিএস ইমারসিভ সাউন্ড প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম এবং এআই এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি সহ ডুয়াল মাইক্রোফোন রয়েছে। আর ভিডিও কলিংয়ের সুবিধার্থে ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম মিলবে। আবার ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও উপলব্ধ থাকছে। কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই ৬, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি ৩.১ পোর্ট, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং একটি TF কার্ড রিডার অন্তর্ভুক্ত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের কথা বললে, Tecno Megabook T1 ল্যাপটপে ৭০Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একবার চার্জে ১৭.৫ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করে। এই নয়া টেকনো মডেলটি ১৪.৮ মিমি পুরু এবং ওজনে প্রায় ১.৪৮ কেজি।

Tecno Megabook T1 এর দাম

ভারতে টেকনো মেগাবুক টি১ ল্যাপটপের মূল্য এখনও প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। তবে সংস্থাটি তাদের এই নয়া মডেলের চিপসেট, র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে জানিয়েছে। জানা গেছে, আলোচ্য ল্যাপটপকে মোট তিনটি কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যথা -

১. ১১তম প্রজন্মের ইন্টেল Core i3 প্রসেসর + ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ,

২. ১১তম প্রজন্মের ইন্টেল Core i5 প্রসেসর + ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ,

৩. ১১তম প্রজন্মের ইন্টেল Core i7 প্রসেসর + ১৬ জিবি র‌্যাম + ১ টেরাবাইট স্টোরেজ।

Show Full Article
Next Story