Xiaomi Book 14: এক চার্জে চলবে 12 ঘন্টা, ফোনের পর এবার দুর্দান্ত ল্যাপটপ নিয়ে হাজির শাওমি

Xiaomi 14 সিরিজ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের প্রথম ফোন হিসাবে লঞ্চ হয়েছে৷ দুর্দান্ত ফিচার্সের কারণে বিশ্বজুড়ে শাওমির অনুরাগীদের উৎসাহ তুঙ্গে৷ Xiaomi 14 সিরিজের…

Xiaomi 14 সিরিজ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটের প্রথম ফোন হিসাবে লঞ্চ হয়েছে৷ দুর্দান্ত ফিচার্সের কারণে বিশ্বজুড়ে শাওমির অনুরাগীদের উৎসাহ তুঙ্গে৷ Xiaomi 14 সিরিজের গ্লোবাল লঞ্চের আগেই, সংস্থার তরফে বিশ্ব বাজারে Xiaomi Book 14 নামে একটি নতুন ল্যাপটপ লঞ্চ করা হয়েছে৷ ১৪-ইঞ্চির এই ল্যাপটপটি উচ্চ-রেজোলিউশনের ডিসপ্লে এবং দ্বাদশ প্রজন্মের Intel Core চিপের সাথে এসেছে। এছাড়াও, এতে রয়েছে Windows 11 সফটওয়্যার এবং ৫৬ ওয়াটআওয়ারের ব্যাটারি।

Xiaomi Book 14-এর স্পেসিফিকেশন

শাওমি বুক ১৪-এ ২.৮কে রেজোলিউশন সহ ১৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা একটি উচ্চ মানের ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স প্রদান করে। ডিসপ্লেটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ১,৫০০:১ কন্ট্রাস্ট রেশিও এবং৩০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি ১০০% এসআরজিবি (sRGB) কালার স্পেসও কভার করে, যা ল্যাপটপটিকে কালার অ্যাকুরেসি প্রয়োজন এমন কাজের জন্য উপযুক্ত করে তুলেছে।

কনফিগারেশনের ক্ষেত্রে, শাওমি বুক ১৪ দুটি বিকল্পে উপলব্ধ। উচ্চতর সংস্করণের মধ্যে রয়েছে ইন্টেল কোর আই৫-১২৫০০ এমএএইচ সিপিইউ, ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স, ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআইই ৪.০ এসএসডি স্টোরেজ। অন্যদিকে, অপর মডেলে ইন্টেল কোর আই৩-১২২০পি সিপিইউ, ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স, ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পিসিআইই ৪.০ এসএসডি সহ এসেছে, যা তুলনামূলকভাবে একটি বাজেট-ফ্রেন্ডলি অপশন৷

পাওয়ায় ব্যাকআপের জন্য, Xiaomi Book 14 ল্যাপটপটি ৫৬ ওয়াটআওয়ারের ব্যাটারি দ্বারা চালিত, যা প্রায় ১২ ঘন্টা ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে এইচডিএমআই ২.১, ইউএসবি-সি ৩.২ জেন ২, ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.২, যা পেরিফেরাল ডিভাইসগুলির একটি বিস্তৃত রেঞ্জ সরবরাহ করে। Xiaomi Book 14-এর সাথে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমটি প্রি-ইনস্টল করা আছে। পরিশেষে, এই নতুন শাওমি ল্যাপটপটির ওজন প্রায় ১.৩৭ কিলোগ্রাম।

উল্লেখ্য, Xiaomi Book 14-এর দাম এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু যেহেতু ল্যাপটপটি ইতিমধ্যেই শাওমির গ্লোবাল ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে, তাই এই বিষয়ে শীঘ্রই ঘোষণা আসবে বলে আশা করা যায়।