- Home
- »
- প্রযুক্তি »
- এম৪ চিপ সহ ভারতে লঞ্চ হল অ্যাপল ম্যাক...
এম৪ চিপ সহ ভারতে লঞ্চ হল অ্যাপল ম্যাক মিনি, ৬৪ জিবি পর্যন্ত র্যাম ও ৮ টিবি পর্যন্ত স্টোরেজ সহ কেনা যাবে
M4 Mac Mini Launched - ভারতে এম৪ চিপ সহ ম্যাক মিনি এর দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে। আর এম৪ প্রো চিপ সহ ম্যাক মিনি মডেলের দাম শুরু হয়েছে ১,৪৯,৯০০ টাকা থেকে।
গতকাল থেকে শুরু হয়েছে 'উইক অফ ম্যাক' ইভেন্ট। গতকাল এই ইভেন্টে এম৪ আইম্যাক লঞ্চ করা হয়েছে। আর আজ নতুন এম৪ ম্যাক মিনি (M4 Mac Mini) এর উপর থেকে পর্দা সরানো হয়েছে। এটি গত বছরের এম২ ম্যাক মিনি মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। নতুন ম্যাক মিনি ডিভাইসে অ্যাপলের ইন হাউস এম৪ ও এম৪ প্রো চিপ ও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার রয়েছে। আসুন ভারতে এম৪ ম্যাক মিনি এর দাম জেনে নেওয়া যাক।
এম৪ ম্যাক মিনি: দাম ও উপলব্ধতা - M4 Mac Mini Price in India
ভারতে এম৪ চিপ সহ ম্যাক মিনি এর দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে। আর এম৪ প্রো চিপ সহ ম্যাক মিনি মডেলের দাম শুরু হয়েছে ১,৪৯,৯০০ টাকা থেকে।
এর সাথে ম্যাজিক কিবোর্ড কিনতে খরচ পড়বে ৯,৫০০ টাকা। আবার টাচ আইডি সহ ম্যাজিক কীবোর্ড এর দাম ১৪,৫০০ টাকা। এছাড়া টাচ আইডি ও নিউমেরিক কিপ্যাড সহ ম্যাজিক কিবোর্ড এর মূল্য ধার্য করা হয়েছে ১৭,৫০০ টাকা। এদিকে ম্যাজিক ট্র্যাকপ্যাড এর দাম ১২,৫০০ টাকা।আর ম্যাজিক মাউস এর মূল্য ধার্য করা হয়েছে ৭,৫০০ টাকা এবং থান্ডারবোল্ট ৫ প্রো কেবল এর দাম ৬,৯০০ টাকা।
আজ থেকে এম৪ এবং এম৪ প্রো চিপ সহ নতুন ম্যাক মিনি মডেলের ভারতে প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে এদের ডেলিভারি শুরু হবে।
এম৪ ম্যাক মিনি: স্পেসিফিকেশন ও ফিচার
নতুন এম৪ ম্যাক মিনি আল্ট্রা কম্প্যাক্ট ডিজাইন সহ এসেছে। একই ধরনের ডিজাইন আমরা ম্যাক স্টুডিওতেও দেখেছিলাম। আর এম২ ম্যাক মিনি মডেলের তুলনায় এটি ৫ সেমি বেশি লম্বা। এম৪ ম্যাক মিনি মডেলের ওজন ৬৭০ গ্রাম এবং এম৪ প্রো ম্যাক মিনি মডেলের ওজন ৭৩০ গ্রাম। কানেক্টিভিটি অপশনের কথা বললে, নতুন ম্যাক মিনি এর সামনে হেডফোন জ্যাকের পাশে ২টি ইউএসবি সি পোর্ট উপস্থিত। এর পিছনে আছে ৩টি থান্ডারবোল্ড পোর্ট, ১টি এইচডিএমআই পোর্ট, ১টি গিগাবিট ইথারনেট পোর্ট (১০ জিবি পর্যন্ত আপগ্রেড করা যাবে)।
আর এম৪ ম্যাক মিনি ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩ সহ এসেছে। আর আগেই বলেছি, নয়া ম্যাক মিনি এম৪ চিপ ও এম৪ প্রো চিপ সহ এসেছে। এম৪ প্রো দুটি কনফিগারেশনে উপস্থিত - ১২ কোর সিপিইউ ও ১৬ কোর জিপিইউ এবং ১৪ কোর সিপিইউ ও ২০ কোর জিপিইউ। আর বেস এম৪ অফার করে ১০ কোর সিপিইউ ও ১০ কোর জিপিইউ। আর এই ম্যাক মিনি ৬৪ জিবি পর্যন্ত র্যাম (মেমোরি) ও ৮ টিবি স্টোরেজ সাপোর্ট সহ পাওয়া যাবে। এতে অ্যাপল ইন্টেলিজেন্স এআই ফিচার সাপোর্ট করবে। আর এম৪ ম্যাক মিনি ম্যাকওএস সিকোইয়া অপারেটিং সিস্টেমে চলবে।
M4 Mac Mini Launched - ভারতে এম৪ চিপ সহ ম্যাক মিনি এর দাম শুরু হয়েছে ৫৯,৯০০ টাকা থেকে। আর এম৪ প্রো চিপ সহ ম্যাক মিনি মডেলের দাম শুরু হয়েছে ১,৪৯,৯০০ টাকা থেকে।